নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

ইন্টারনেট

বিদেশ

নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ মে, ২০১৮

ওয়ানএমডিবি আর্থিক কেলেঙ্কারির ঘটনায় সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী নাজিব রাজাককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে আলজাজিরা জানিয়েছে।

মালয়েশিয়ার অ্যান্টি করাপশন কমিশন (এমএসিসি) নাজিব রাজাককে তলব করে। পরে এমএসিসির প্রধান মোহাম্মদ শুকরি আবদুল এক সংবাদ সম্মেলনে বলেন, বক্তব্য নেওয়ার জন্য তাকে ডাকা হয়েছে, গ্রেফতারের জন্য নয়। তিনি আরো বলেন, আমরা যেহেতু তার জবাবে সন্তুষ্ট, সুতরাং তিনি যেতে পারেন। পরে আমাদের যদি আরো বক্তব্যের প্রয়োজন হয় তবে তাকে আবারো ডাকব।

ওয়ানএমডিবি তহবিলেরই একটি অংশ ছিল এসআরসি। সেখান থেকে কর্মকর্তারা ৪৫০ কোটি ডলার চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে। নাজিবের শাসনামলে এসআরসি নিয়ে তদন্ত করছিলেন মোহাম্মদ শুকরি। তিনি জানান, ওই তদন্ত বন্ধের জন্য তাকে নানা হুমকি-ধমকি দেওয়া হয়েছিল। শুকরি বলেন, আমাকে বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছিল, আগাম অবসরে যেতে বলা হয়েছিল, প্রশিক্ষণ বিভাগে ঠেলে দেওয়া হয়েছিল।

নির্বাচনের আগেই নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রবল হয়ে উঠেছিল মালয়েশিয়ায়। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ (ওয়ানএমডিবি) নামের সরকারি তহবিল থেকে নিজের ও অনুসারীদের ব্যক্তিগত হিসাবে অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নাজিবের শাসনামলে মালয়েশীয় কর্তৃপক্ষ তাকে নির্দোষ ঘোষণা করলেও অন্যান্য দেশ তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।

নির্বাচনের আগে বিরোধী জোটও প্রতিশ্রুতি দেয়, ক্ষমতায় এলে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা হবে। নির্বাচনে জয়ী হওয়ার পর ১০ মে শপথ নিয়েই মাহাথিরের নেতৃত্বে বিরোধী জোট নাজিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পুনঃতদন্তের নির্দেশ দেয়। নাজিবের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়। সরকারি তদন্তের অংশ হিসেবে গত বুধ ও বৃহস্পতিবার নাজিবের বিভিন্ন স্থাপনায় অভিযান চালিয়েছে মালয়েশীয় পুলিশ। অভিযানে কয়েক ব্যাগ নগদ অর্থ, গহনা এবং শত শত বিলাসবহুল হাতব্যাগ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads