নরসিংদীর চরাঞ্চলে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

নরসিংদী ম্যাপ

সারা দেশ

মাদক ব্যবসার দ্বন্দ্ব

নরসিংদীর চরাঞ্চলে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • প্রকাশিত ২৭ সেপ্টেম্বর, ২০১৮

নরসিংদীর চরাঞ্চলে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল নজরপুর ইউনিয়নের জামালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো জামালিয়াকান্দি গ্রামের কবির মিয়ার ছেলে খলিল মিয়া (২৫) ও তার ছোট ভাই অলিউল্লাহ (২০)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, জামালিয়াকান্দি গ্রামে মাদক ব্যবসা নিয়ে নিহতের চাচাতো মামা রাশেদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে একটি মামলায় জেলে যায় নিহত খলিল। গত রোববার জামিনে বের হয়ে আসে সে। দ্বন্দ্বের জের ধরে গতকাল খলিল ও তার ভাই অলিউল্লাহ মামা রাশেদকে বাড়িতে গিয়ে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে রাশেদ ও তার ভাই খোরশেদ খলিল  মিয়া ও তার ছোট ভাই অলিউল্লাহর ওপর হামলা চালায়। এ সময় প্রতিপক্ষরা তাদেরকে কুপিয়ে হত্যা করে।

নজরপুর ইউপি চেয়ারম্যান বাদল সরকার হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, তার দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন তার বাবা। তাই দ্রুত পুলিশকে খবর দেওয়ার অনুরোধ করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহত খলিলের বিরুদ্ধে ৫টি ও তার ভাইয়ের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads