নরসিংদীতে ‘অগ্নিকাণ্ডে’ একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

নরসিংদীতে ‘অগ্নিকাণ্ডে’ একই পরিবারের ৪ জন দগ্ধ

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ৯ এপ্রিল, ২০১৯

নরসিংদীর রায়পুরায় ‘অগ্নিকাণ্ডে’ একই পরিবারের ৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। আজ মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর বাখননগর ইউনিয়নের লোচনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- উপজেলার লোচনপুর গ্রামের সামসুল মিয়ার মেয়ে প্রীতি (১১), সুইটি (১৩), মুক্তা (১৬) এবং তাদের ফুফু আব্দুল খালেকের স্ত্রী খাতুন নেছা (৬৫)।

আহতদেরকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- কাজল মিয়া (৩০) রবিন আহমেদ (২৮)।

রায়পুরা থানা পুলিশ জানায়, জমি সক্রান্ত বিষয় নিয়ে লোচনপুর গ্রামের দুলাল মিয়াদের সাথে একই গ্রামের বিপ্লবদের সাথে দ্বন্দ্ব ছিল। দ্বন্ধের জের ধরে গত ফেব্রুয়ারীতে প্রতিপক্ষরা দুলাল মিয়াকে হত্যা করে। এ নিয়ে বিপ্লবদের বিরুদ্ধে হত্যামামলা দায়ের করা হয়। এর পর থেকে অভিযুক্ত বিপ্লব মিয়ার পরিবার গাঁ-ঢাকা দিয়ে ছিলো। গতকাল সোমবার নিজ বাড়ীতে আসেন বিপ্লব মিয়ার পরিবার। এর পর নিজ বাড়িতেই অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার তিন বোন ও ফুফু। তবে কীভাবে অগ্নিদগ্ধের এই ঘটনা ঘটলো তা জানেন না স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।

রায়পুরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার কাজী মোহাম্মদ রুমান বলেন, লোচনপুর গ্রামে বিপ্লবদের বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদের ভিত্তিতে  ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে আগুনে দগ্ধ বা আগুনের কোনো আলামত পাইনি।

নরসিংদী পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে প্রেট্রলের গান বা তার কোনো আলামতের উপস্থিতি পাইনি। তবে প্রতিবেশিদের সাথে দগ্ধদের বিরোধ রয়েছে। বিরোধকে কেন্দ্র করে গত ৬ ফেব্রুয়ারী একটি হত্যাকান্ড সংগঠিত হয়। এর পর থেকে ভিকটিমরা বাড়িতে থাকতেন না। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads