ছবি: ইন্টারনেট

তথ্যপ্রযুক্তি

নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে এইচটিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

স্মার্টফোন ব্যবসায় ধুঁকছে এইচটিসি। তবে এর মধ্যেও এবার নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনছে তাইওয়ানের এই প্রতিষ্ঠান। গতকাল এক টুইটে স্মার্টফোনটির বিভিন্ন পার্টসের ছবি প্রকাশ করেছে এইচটিসি। ছবিতে চলতি মাসের ২৩ তারিখও উল্লেখ করা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে ২৩ তারিখেই ফোনটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

টুইটে ছবি এবং তারিখের বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি। তবে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট জানিয়েছে, স্মার্টফোনটির সম্ভাব্য মডেল ইউ১২ বা ইউ১২ প্লাস হতে পারে।

স্মার্টফোনটির এর আগে ফাঁস হওয়া ফিচার থেকে জানা গেছে, এতে থাকতে পারে দুটি রিয়াল ক্যামেরা যার একটি হতে পারে ১২ মেগাপিক্সেল এবং অপরটি ১৬ মেগাপিক্সেল। এ ছাড়া থাকতে পারে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৬ ইঞ্চি ডিসপ্লে, ৬ গিগাবাইট র্যাম, ৩৪২০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটি পানি ও ধূলাবালি প্রতিরোধী হতে পারে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads