আরটিভিতে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘অফ দ্য রেকর্ড’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এবং সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, এফএস নাঈম, নিলয় আলমগীর, শবনম ফারিয়া, নাদিয়া নদী, রওনক হাসান, সাজু খাদেম, আরফান আহমেদ, শাহাদাৎ হোসেন, এ্যানি খান, আইরিন আফরোজ, সাবেরী আলম এবং কাজল সুবর্ণ।
নাটকের শুরুতে দেখা যায়, তিনটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে নাটকের শুরু। কিন্তু ধীরে ধীরে দেখা যাবে, তিনটি ঘটনা কিছু পৃথক মানুষকে একই সূত্রে গেঁথে রেখেছে।
ঘটনা ১-এ দেখা যায়, দেশের একজন স্বনামধন্য মাইক্রোবায়োলজিস্ট খুন হন। পেপারে এই নিউজ দেখে তারই এক প্রিয় ছাত্রী নীপা। সাথে সাথে সে উদ্বিগ্ন হয়ে ওঠে। সে তার মাকে বলে, তার ইমেডিয়েট একটা অফিস ট্যুর পড়েছে থাইল্যান্ডে। কিন্তু সে তার এক বান্ধবী টিপকে নিয়ে রওনা হয়ে যায় নেপাল। টিপ বারবার জানতে চায়, এই লুকোচুরির কী কারণ? নীপা এড়িয়ে যায়।
ঘটনা ২-এ দেখা যায়, জেমস ইনভেস্টিগেশন নামের একটি প্রতিষ্ঠান খুলেছে জেমস। এখানে সব ধরনের সামাজিক, মানসিক, অর্থনৈতিক এমনকি রাজনৈতিক সমস্যার সমাধান করা হয়। তার কাছে আসে এক ধনীর ছেলে জিম। (তার আসল নাম জিকরুল মহিউদ্দিন। সে সবাইকে শর্ট নেম বলে জিম) তার সমস্যা হচ্ছে, তার গার্লফ্রেন্ড তাকে ডাম্প করেছে। এ নিয়ে তার বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করে। দেবদাস বলে ক্ষেপায়। সে চায়, ওই মেয়েটিকে যেকোনো মূল্যে কষ্ট দিয়ে সবার সামনে হাসির পাত্র বানিয়ে প্রতিশোধ নিতে। জেমস তাকে ভরসা দেয়, সমস্যার সমাধান করে দেবে। এজন্য তাকে ওই মেয়ের মুখোমুখি হতে হবে। জিম জানায়, ওই মেয়ে এখন আছে থাইল্যান্ডে। তারই এক বান্ধবীকে নিয়ে বেড়াতে গেছে। কিন্তু জেমস খবর নিয়ে জানতে পারে, সে আছে নেপাল। এই লুকোচুরি কেন তা তাদের মনে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকে। তবে সেটা নিয়ে না ভেবে জেমস জিমকে নিয়ে রওনা হয় নেপাল। এভাবেই চলে নাটকের কাহিনী।