পাখিটির সৌন্দর্যে মুগ্ধ হয়েই আবিষ্কারকরা এর নাম দিয়েছিলেন স্বর্গের পাখি বা বার্ড অব প্যারাডাইস। সারা বিশ্বে প্রায় শতাধিক পাখি নিজেদের সৌন্দর্যের কারণে পেয়েছে এই খেতাব। বলা হয়ে থাকে এসব প্রজাতির পুুরুষ পাখিরা নেচে-গেয়ে স্ত্রী পাখিকে আকৃষ্ট করার চেষ্টা করে। তবে ছবির পাখিটি ভালো নাচলেও খুব ভালো গাইতে পারে না। এর রূপে স্ত্রী পাখির পাশাপাশি গবেষকরা বিমোহিত হলেও বিস্ময়কর সুন্দর এই পাখিটির সঠিক নাম পরিচয়ের হদিস মেলেনি দীর্ঘদিন। তবে সম্প্রতি একটি নতুন প্রজাতি হিসেবেই স্বীকৃতি মিলেছে ভোগেলকপ সুপার্ব বার্ড অব প্যারাডাইস নামের এই পাখিটিরি। বিজ্ঞানীরা অনিন্দ সুন্দর এই পাখিটির নাম দিয়েছেন Lophorina niedda. ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদেন জানানো হয়েছে, গত এপ্রিল মাসে ইন্টারন্যাশনাল কমিশন অন জুওলজিক্যাল নোমেনক্লেচার বা আইসিজেডএন পাখিটির প্রজাতি বিশ্লেষণের কাজ শুরু করে। পরে সংস্থাটি একে নতুন প্রজাতি হিসেবে নিবন্ধন দেয়।