পছন্দের কোনো গান বা মিউজিকের সঙ্গে ঠোঁট মিলিয়ে সে ভিডিও প্রকাশ করার প্ল্যাটফর্ম টিকটক ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তরুণ প্রজন্মের কাছে। এবার এ অ্যাপকে টেক্কা দিতে নতুন একটি অ্যাপ আনছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ‘ল্যাসো’ নামের অ্যাপটি এরই মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপের জন্য উন্মুক্ত করা হয়েছে।
ফেসবুক বলছে, ফান ইফেক্টের সমন্বয়ে ছোট ভিডিও তৈরি এবং অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে ল্যাসো অ্যাপের মাধ্যমে। অ্যাপটিতে ভিডিও নির্মাণের জন্য থাকবে নানা টুল। এছাড়া হ্যাশট্যাগের মাধ্যমে নির্দিষ্ট কোনো টপিকের ভিডিও সার্চ করা ছাড়াও অন্য ভিডিও নির্মাতাদের অনুসরণ করার সুবিধাও থাকছে। অ্যাপটিতে বিপুলসংখ্যক মিউজিকের সমন্বয়ে একটি লাইব্রেরি থাকছে বলেও জানানো হয়েছে।
ফেসবুকের মালিকানাধীন হওয়ায় ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করেই ল্যাসো ব্যবহার করা যাবে। ভিডিও তৈরি করার পর সরাসরি ফেসবুকেও শেয়ার করা যাবে। গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার পর ইতোমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে ব্যবহারকারীদের কাছ থেকে।