নওগাঁয় ফের নীলগাই

নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাই (পুরষ) উদ্ধার করা হয়

ছবি : সংগৃহীত

জীব ও পরিবেশ

নওগাঁয় ফের নীলগাই

  • নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত ২ এপ্রিল, ২০১৯

নওগাঁর সীমান্ত থেকে আরো একটি বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নীলগাই (পুরুষ) উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ৭টার দিকে পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আমবাগান থেকে নীলগাইটি উদ্ধার হয়। বর্তমানে সেটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রয়েছে। উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সীমান্তবর্তী এলাকায় একটি আমবাগানে নীলগাইটি ঘোরাফেরা করছিল। স্থানীয় কিছু যুবক সেটিকে আটক করে আমাকে সংবাদ দেয়। এরপর ঘটনাস্থলে যাই। পাশে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা নীলগাইটি নিতে আসে। কিন্তু তাদের বলা হয়, যেহেতু আমার এলাকার মধ্যে গাইটি উদ্ধার করা হয়েছে, পরিষদে নেওয়ার পর এর সুরাহা হবে।

এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বনকর্মকর্তা ফোনে নীলগাইটি আমার হেফাজতে রাখার জন্য বলেন।

পরে তারা নীলগাইটি নিয়ে যাবেন বলে জানান। উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করা হয়। বর্তমানে সেটি দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যানে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads