৪০তম বিসিএস পরীক্ষায় প্রতিবন্ধী প্রার্থীদের শ্রুতি লেখকের সুবিধা দেওয়া হবে। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের শ্রুতি লেখক নেওয়ার জন্য আবেদনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)।
এতে বলা হয়, প্রতিবন্ধী আবেদনকারীদের মধ্যে যেসব প্রার্থীর শ্রুতি লেখক প্রয়োজন তাদের সরকারি কর্মকমিশন থেকে তাকে লেখক দেওয়া হবে। এজন্য ৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন বিপিএসসির প্রধান কার্যালয় আগারগাঁওয়ে আবেদন ফরম জমা দিতে হবে। সঙ্গে অনলাইন আবেদনপত্রের কপি, প্রার্থীর দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শ্রুতি লেখকের প্রয়োজনীয়তা সম্পর্কে সিভিল সার্জনের ডাক্তারি প্রত্যয়নপত্র, সমাজসেবা অধিদফতরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদাসম্পন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। আবেদনকারীরা শুধু অনুমোদিত শ্রুতি লেখকের সহায়তায় পরীক্ষা দিতে পারবেন। আবেদন না করলে শ্রুতি লেখক পাওয়া যাবে না।