সারা দেশ

ধামরাইয়ে মুক্তিযোদ্ধার ছেলেকে পেটালেন মেয়র

  • ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০২২

ঢাকার ধামরাইয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের ছেলে আব্দুর রাজ্জাককে শত মানুষের সামনে সার্টের কলার ধরে পিটিয়ে মঞ্চ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বিরুদ্ধে। এছাড়া মেয়রের সাথে থাকা কয়েকজন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাককে মারধর করছে সেটাও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখাযায়। এঘটনায় ধামরাইয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।

গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ২টার দিকে ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী খেলার মাঠে উপজেলা আওয়ামী-লীগের সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু ১০২তম জন্মবাষিকীর কেক কাটা অনুষ্ঠান শেষে এই মারধরের ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাকের বাড়ী ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাসন গ্রামের উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা মৃত মোঃ শামছুল হকের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে নিয়োজিত আছেন। 

এই ঘটনায় ১৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম এবং ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতা মোঃ আশরাফুল আলম শুভসহ আরও কয়েকজন মিলে আব্দুর রাজ্জাককে স্টেজে মধ্যে শার্টের কলার চেপে কিল ঘুষি মারতে থাকে।পরে অকথ্য ভাষায় গালিগালাজ করলে ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু বলে এই কবির কি কর এটা আমাদের শামছুল হক ভাইয়ের ছেলে। এরপর মেয়র তাকে শার্টের কলার ধরে ঘাড়ধাক্কা দিয়ে স্টেজের নিচে নামিয়ে দেয়। এরপর মারধরের বিষয়ে ভুক্তভোগী (আব্দুর রাজ্জাকের) ও প্রত্যাক্ষদর্শীদের কাছে জানতে চাইলে গণমাধ্যম কর্মীদের সাথে ছাত্রলীগের কর্মীরা অশালীন আচরণ করেন এবং সাংবাদিকদের দেখে নিবে বলে হুমকি দেয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, রাজ্জাক শুধু বলেছিল আমাদের লোকজন সকালে আসছে তাদের জন্য মেয়রের কাছে খাবার চেয়েছিল। মেয়র একথা শুনে রেগে গিয়ে মেয়রসহ কয়েকজন মিলে তাকে শার্টের কলার ধরে মারধর করে।

এই বিষয়ে ভুক্তভোগি আব্দুর রাজ্জাক বলেন, আমি সালাম দিয়ে মেয়রের কাছে গিয়ে বললাম আংকেল আমার এলাকা থেকে সকালে যে সকল নেতাকর্মী এসেছে তারা কোন খাবার পায়নি। তাই কিছু খাবার থাকলে আমাদের ঐ লোকজনকে দেন। এই কথা বলায় মেয়র সাহেব রেগে গিয়ে আমার শার্টের কলার ধরে আর পিছন থেকে পৌরসভার ছাত্রলীগের তুষার ও শুভ আমাকে কিলঘুষি মারতে থাকে। একপর্যায় আমাদের উপজেলার সেক্রেটারী সাখু চাচা আমাকে চিনে মেয়রকে বলে এই কবির কি কর ঐতো আমাদের শামছুল হক ভাইয়ের ছেলে। তখন মেয়র আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দেয়। 

মারধরের বিষয়ে মেয়র আলহাজ¦ গোলাম কবির মোল্লার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন,স্টেজে থেকে কেউ একজন আমাকে বললো রাজ্জাক নামের ঐ ছেলেটি নাকি আমার পকেটে হাত দিয়েছে। তখন আমি তাকে শার্টের কলার ধরলে সাখু ভাই আমাকে বলে এই কবির
কি কর ঐ আমাদের শামছুল হক ভাইয়ের ছেলে। তখন আমি তাকে ছেড়ে দেই।

এই বিষয় নিয়ে খুদ্ধ ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধারা,তারা এর বিচার দাবি করেছে বলে জানাযায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads