ধর্মপাশায় বাল্যবিয়ের অঙ্গীকার ভঙ্গ করার মেয়ের বাবাকে জরিমানা

প্রতীকী ছবি

সারা দেশ

ধর্মপাশায় বাল্যবিয়ের অঙ্গীকার ভঙ্গ করার মেয়ের বাবাকে জরিমানা

  • ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশায় বাল্যবিয়ের অঙ্গীকার ভঙ্গ করে মেয়েকে গোপনে বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত। আজ বৃহস্পতিবার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের খয়েরদিরচর গ্রামে এ জরিমানা করার ঘটনা ঘটে।   

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রশাসনের হস্তক্ষেপে দ্বিতীয়বারের মতো বাল্যবিয়ে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ধর্মপাশা খয়েরদিরচর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৪)। আর অঙ্গীকার ভঙ্গ করে গোপনে বাল্য বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আবু তালেবের  বলেন, বুধবার বিকেলে ওই ছাত্রীর সঙ্গে পাশের নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের এক যুবকের (২৮) বিয়ের আয়োজন চলছে- এমন সংবাদ পেয়ে ওই বাড়িতে যাই। এ সময় ওই ছাত্রীটির বাবাকে বাল্যবিয়ের কুফল ও রাষ্ট্রীয় আইনে এর কোনো স্বীকৃতি নেই এমনটি বুঝিয়ে বলার পর কনের বাবা ও তার স্বজনেরা এই বিয়ে বন্ধ করতে রাজি হন এবং ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।

কিন্তু আজ বৃহস্পতিবার এ অঙ্গীকার অমান্য করে ওই ছাত্রীকে আবারও বিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাত্রীর বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads