ছবি : সংগ্রহ

হাতকড়া, দড়ি বাঁধা বাবাকে ছেলের চুমু।

ছবি সংগৃহীত

মুক্তমত

এই ছবি দেখে কষ্ট হয় কারন বাবারা যে এমনই হয়।

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

এই ছবিদেখে কষ্ট হয় কারন বাবারা যে এমনই হয় ।

আদালত প্রাঙ্গণে হাতকড়া পরিহিত বাবা। গিয়েছিলেন জামিন নিতে। কিন্তু জামিন হয়নি। তাই গন্তব্য কারাগার। যাওয়ার আগে প্রিয় সন্তানের মুখে আদর করে চুমু দিয়ে এঁকে দিচ্ছেন ভালোবাসার চিহ্ন।

হৃদয় নাড়ানো এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। দেশের রাজনীতির কড়া সমালোচনাও করেন। পুলিশের আচরণ নিয়ে প্রশ্নও তুলেন।

এ বিষয়ে বৃহস্পতিবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসটি তুলে ধরা হলো।

‘গত কিছুদিন যাবত যা হচ্ছে তা দেখে একটা কথাই বারবার মনে হচ্ছিলো, বাংলাদেশ নিডস অ্যামপ্যাথি। কাউকে গুম করার আগে, আঘাত করার আগে ভাবা দরকার এই আঘাত আমার উপর আসলে কেমন লাগবে আমার। কোনো বাবাকে সন্তানের কাছ থেকে কেড়ে নেওয়ার আগে ভাবা দরকার, আমার ক্ষেত্রে এটা হলে কেমন লাগবে।'

‘কালকে কোর্ট প্রাঙ্গণে হাতকড়া লাগানো বাবার সন্তানকে চুমু খাওয়ার ছবিটা দেখে এক বিনিদ্র রাত কেটেছে আমার। বাবারা সন্তানদের কাছে সুপারম্যান। সেই সুপারম্যানের এই অসহায়ত্ব আমাকে পরাজিত করেছে। আমি ভাবছিলাম, ‘উই নিড অ্যামপ্যাথি’! এমনকি যে পুলিশ ভাই তাকে বেঁধে নিয়ে যাচ্ছিলেন তারও হয়তো এরকম একটা বাচ্চা আছে। তারও অবকাশ আছে ভাবার, আহারে আমার সাথে এরকম হলে আমার ভেতরটায় কি হতো?’

সবশেষ মোস্তফা সরয়ার ফারুকী লিখেন, ‘অ্যামপ্যাথি, অ্যামপ্যাথি ইজ হোয়াট উই নিড। এটা একুশে আগস্ট গ্রেনেড হামলার পরে বলেছিলাম, এখনও বলি।’

সত্যিই নিদারুণ এক বাস্তবতার ছবি এটি। যা দেখে হয়তো উনেকেই বলবেন দোষ করেছে বেশ হয়েছে। অন্যায়ের ফল পেতেই হবে এটি তাই এমনকিছু নয়। সবার চোখেও এটি বড়ো কিছু নয়।  তবে বাবাদের চোখে লোনা জল জমবে, এটি কিন্তুু হলফ করে বলাই যায়। কারন বাবারাতো এমনই হয়।

বাবা একজন হিরো বাবা একজন সুপারম্যান ,সব ভয় হবে জয় বাবা পাশে এলে। সকল সন্তানের কাছে বাবাটা এমনই,  সেই বাবাকে যখন এত অসহায় দেখতে হয়, বুকের কোথায় যেন চিনচিন করে ব্যাথা হয়, কারন বাবারা বুঝি এমনই হয়।

নিজের অজান্তেই নিজেকে সেখানে দাড়করাই , নিজ সন্তানের নরম ঠোটে ঝাপসা চোখে চুমু খাই। সত্যি খুবই কষ্ট হয়, কারন বাবারা যে এমনই হয়।

নিজে আধপেটা খেয়ে যে বাবা সন্তানকে খাওয়ায়, নিজে রোদে পুড়ে যে বাবা ছায়া দেয়, তাকে এভাবে দেখতে হলে সত্যি বুকে কষ্ট হয়, কারন বাবারা তো এমনই হয়।

আমি জানিনা পেছনের খবর জানিনা তার অপরাধ, অপরাধীকে সাজা আইন দেবে , আমি বাবা হিসেবে বলতে চাই সকল সন্তান যেন বাবাকে পায়। 

কারন বাবারাতো এমনই হয়।

লেখক : বিশেষ প্রতিনিধি, বাংলাদেশের খবর

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads