পটুয়াখালী-৪ (রাঙ্গাবালী-কলাপাড়া) আসনে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিলে রাঙ্গাবালী হবে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। বললেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিব্বুর রহমান মহিব।
বৃহস্পতিবার বিকেলে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন নগরী, একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র,বিভিন্ন মেগাপ্রকল্পসহ বর্তমান সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চান তিনি।
তিনি বলেন নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে রাঙ্গাবালীকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে,২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন হবে, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা করা হবে, এই উপজেলায় কোনো কাঁচা রাস্তা থাকবে না।
সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন আবু, এ সময় অনন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন,ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, রাঙ্গাবালী সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, যুবলীগ সভাপতি হুমায়ুন তালুকদার উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল, মাহথির মো.রেশাদ,হাজী মাহমুদ হাসান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ছাত্রলীগ নেতা বাবু তালুকদার প্রমুখ।