সুনামগঞ্জের ধর্মপাশায় ফাতেমা আক্তার (২৮) নামে এক নারী মাদককারবারিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেল ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি এ রায় প্রদান করেন।
দণ্ডিত নারী মাদককারবারি ফাতেমা আক্তার উপজেলা সদর ইউনিয়নের বাহুটিয়া গ্রামের চিহ্নিত মাদককারবারি বাবুল মিয়ার স্ত্রী। তার স্বামী বাবুল মিয়ার নামেও ধর্মপাশা থানায় মাদকের প্রায় ১ ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসি এজাজুল ইসলাম জানান, উপজেলা সদর ইউনিয়নের বাহুটিয়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল মিয়া ও তার স্ত্রী ফাতেমা আক্তার তারা দুইজনই দীর্ঘদিন ধরে গোপনে এলাকায় মদ, গাঁজাসহ বিভিন্ন মাদক-দ্রব্য বিক্রি করে আসছিল। ওই নারী মাদক ব্যবসায়ীর স্বামী বাবুল মিয়ার নামে ধর্মপাশা থানায় প্রায় ১২টি মাদকের মামলা রয়েছে। রোববার দুপুরে বাবুল মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার তার নিজ বসত ঘরে বসেই গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে বাবুলের রান্না ঘরের এক কোণে থেকে দুই কেজি গাঁজা উদ্ধারসহ ফাতেমাকে আটক করা হয়। পরে বিষয়টি ইউএনও স্যারকে জানানোর পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তিনি ফাতেমা আক্তারের বিরুদ্ধে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে রায় ঘোষণা করেন।
এসময় ওই ঘর থেকে জব্দ করা দুই কেজি গাঁজা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।