সারা দেশে ৭৮৬ মনোনয়নপত্র বাতিল

আগারগাঁওয়ের নির্বাচন ভবন

সংগৃহীত ছবি

নির্বাচন

সারা দেশে ৭৮৬ মনোনয়নপত্র বাতিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ২ হাজার ২৭৯ মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রোববার রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনে (ইসি) এমন তথ্য পাঠিয়েছেন।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ৩, ৪ ও ৫ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিলের ওপর শুনানি হবে ৬, ৭ ও ৮ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান জানান, নির্বাচন কমিশন যদি আপিল বাতিল করে, তবে সেই প্রার্থী আদালতেও যেতে পারবেন।

গত সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত হলেও এবার কোনো আসনেই একক প্রার্থী নেই। ফলে এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই।

ঋণখেলাপি, কারাদণ্ডাদেশ পাওয়াসহ নানা কারণে প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকতারা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অনেক হেভিওয়েট নেতার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads