টাঙ্গাইলের ধনবাড়ীতে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাতে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে নেটমশরা নতুন বাজারে নৌকা মার্কার নির্বাচনী অফিসে বিএনপি নেতাকর্মিরা হামলা করে ভাংচুর করে। ধানবাড়ী থানার ওসি মজিবর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসময় হামলাকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে অফিসের চেয়ার-টেবিল ভাংচুর এবং পোষ্টার ফেসটুন-ব্যানার ছিঁড়ে ফেলে। এ ঘটনায় আজ বুধবার স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূরনবী বাদী হয়ে ধনবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।