বিভিন্ন দেশের সংরক্ষিত অঞ্চলগুলোর ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস আর্থ-২০১৮’ শুরু হয়েছে। মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার তত্ত্বাবধানকারী স্থানীয় সংস্থাগুলোর উদ্যোগে আয়োজিত এই বার্ষিক প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ।
প্রতি বছর একটি স্থায়ী সংগ্রহশালা গড়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করার লক্ষ্যে গত পহেলা মে থেকে শুরু হওয়া ‘উইকি লাভস আর্থ-২০১৮’ চলবে ৩১ মে পর্যন্ত।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী প্রতিটি দেশ থেকে প্রাপ্ত সেরা ১০টি করে ছবি থেকে আন্তর্জাতিক বিজয়ী ঘোষণা করা হবে। আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হবে সেরা ১০টি ছবি। প্রথম পুরস্কার বিজয়ী ২০১৯ সালে সুইডেনে উইকিপিডিয়ার বার্ষিক সম্মেলন ‘উইকিম্যানিয়ায়’ যোগ দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া স্থানীয় পর্যায়ে ও স্বতন্ত্রভাবে পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশে প্রতিযোগিতাটি আয়োজনকারী সংস্থা উইকিপিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক প্রতিযোগিতার সমন্বয়ক নাহিদ সুলতান জানান, ‘বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সংরক্ষিত জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্যগুলোর নিবন্ধ উইকিপিডিয়ায় থাকলেও অধিকাংশেরই কোনো ছবি নেই। এ প্রতিযোগিতায় বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত প্রাকৃতিক অঞ্চলগুলোর ছবি উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে উপস্থাপন ও সংশ্লিষ্ট ছবিগুলোর একটি স্থায়ী সংগ্রহশালা তৈরি করাই আমাদের প্রধান উদ্দেশ্য।’
২০১৭ সালে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। তখন ৩৬টি দেশের এক লাখ ৩১ হাজার ছবির সঙ্গে প্রতিযোগিতা করে ১১তম স্থান পেয়েছিল লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি আলোকচিত্র।
এতে অংশ নিতে পারবেন যে কেউ। এজন্য http://wikiloves.org/earth ঠিকানায় গিয়ে দেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে যেকোনো সময় তোলা, যেকোনো স্থানের ছবি যত খুশি আপলোড করা যাবে মে মাসজুড়ে।