দোহার (ঢাকা) প্রতিনিধি:
আইন অমান্য করে ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, উপজেলার মাহমুদপুর ইউপি চেয়ারম্যানের বাড়ির পাশে ড্রেজার দিয়ে অবাধে বালু উত্তোলন করছিলেন আকতার নামে এক বালু ব্যবসায়ী । খবর পেয়ে রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সেখানে অভিযান চালায়। এ সময় ঐ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন প্লাস্টিকের পাইপ ও যন্ত্রপাতি ও মেশিনে আগুন লাগিয়ে ধ্বংস করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ফসলি জমি থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। ফসলি জমি থেকে বালু উত্তোলন করতে দেয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।