নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে: লালমনিরহাট পুলিশ সুপার

প্রধান অতিথির বক্তব্যে রাখছেন পুলিশ সুপার বিপিএম, পিপিএম আবিদা সুলতানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে: লালমনিরহাট পুলিশ সুপার

  • পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ ফেব্রুয়ারি, ২০২০

স্কুল, কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় যে ছেলে গুলো মেয়েদেরকে বিরক্ত করে, ইভটিজিং করে তারা তাদের পরিবার থেকে মেয়ে ও নারীদেরকে সম্মান দেওয়ার কথা শিখেনি। যে ছেলে তার মা, বোনকে সম্মান করবে সে ছেলে কখনই একজন মেয়ে বা নারীকে ইভটিজিং বা খারাপ কথা বলতে পারবে না।

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পাটগ্রাম মহিলা কলেজে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সামাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বিপিএম, পিপিএম আবিদা সুলতানা এসব কথা বলেন।

মহিলা ডিগ্রী কলেজের বীরমুক্তিযোদ্ধা মোতাহার হোসেন ভবনে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় প্রধান একজন নারী। নারীরা সকল ক্ষেত্রে এগিয়ে, পিছিয়ে নেই। আমরা গর্ব করি নিজেদের পদ্মা সেতু নিজেরাই তৈরি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে।

এ সময় তিনি ছাত্রীদেরকে আবেগ দিয়ে সম্পর্কে না জড়াতে, বাল্যবিয়ে না করা, পরিবারে কেউ যাতে মাদক সেবন, পরিবহণ, বিক্রি না করে, নারী পাচার ও নির্যাতন যাতে না হয় সেজন্য সবাইকে সজাগ, সর্তক থাকার বিভিন্ন উপায় বলে বক্তব্য রাখেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, কলেজের গভর্নিং বডির সদস্য আবু তালেব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads