দেশে বসে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কোর্স করার সুযোগ

ছবি : সংগৃহীত

ফিচার

দেশে বসে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কোর্স করার সুযোগ

  • মো. শফিকুল ইসলাম
  • প্রকাশিত ২৬ নভেম্বর, ২০১৮

দেশের বাইরে না গিয়ে বিদেশি ডিগ্রি অর্জনের বিকল্পপথ হতে পারে অনলাইনে পড়াশোনা। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত পদার্থবিদ লিওনার্দো সাসকাইন্ডের কোয়ান্টাম মেকানিকসের লেকচার ক্লাস চলছে। তা হয়তো আপনি শুনছেন বাংলাদেশের ঢাকায় অথবা কোনো গ্রামের ঘরে বসে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কল্যাণে আমেরিকা, ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে পারেন এখন ঘরে বসেই। অর্জন করতে পারেন বিশ্বসেরা হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা রহমান এভার কথা দিয়েই শুরু করা যাক। ছোটবেলা থেকেই তার বিভিন্ন বিষয়ে পড়ার ও শেখার আগ্রহ। কলেজে পড়ার সময় একবার তিনি ভর্তি হয়েছিলেন কেবিন ক্রু কোর্সে। কেবিন ক্রু হয়ে বিশ্বের সব দেশ ভ্রমণ করা। কিন্তু ক্লাসের চাপে সে কোর্স আর করা হয়নি। ভেবেছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়ার ফাঁকে সবকিছু শিখবেন কিন্তু অ্যাসাইনমেন্ট, ক্লাস ও পরীক্ষার চাপে নিজের স্বপ্ন ভুলতে বসেছিলেন। বৃত্তিবিষয়ক তথ্য জানতে গিয়ে বিখ্যাত এক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সন্ধান পেলেন ‘অনলাইন লার্নিং এডুকেশন’ অপশনটি। সেটি তাকে নিয়ে যায় ‘এডেক্স’ নামের শিক্ষার নতুন রাজ্যে। যেখানে নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা কোর্সগুলো পরিচালিত হয়। তারপর তাকে আর আটকায় কে! কয়েক মাস পেরুতেই প্রাচীন সভ্যতা, জলবায়ু পরিবর্তন, একুশ শতকে যুক্তরাষ্ট্রের বিদেশনীতিসহ নানা বিষয়ে বিনা পয়সায় কোর্স করার সুযোগ হলো তার। তারপর কোর্স সম্পন্ন করার সনদ।

বর্তমানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানার আগ্রহ থেকে পছন্দসই বিষয়ে অনলাইন কোর্স করছেন অনেকেই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিনউদ্দিন মধু বলেন, ‘ঘরে বসে নামিদামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে কোনো কোর্স করার এটি ভালো সুযোগ। আমি লিডারশিপ ও সাইবার নিরাপত্তা নিয়ে আগ্রহী। কিন্তু আমাদের পাঠ্যবইয়ে তো এসব নিয়ে তেমন কিছুই নেই। সাইবার নিরাপত্তা নিয়ে ক্লাস যুক্তরাষ্ট্রের কোনো শ্রেণিকক্ষে হচ্ছে, সেই ক্লাসেই আমি দেশে বসেই অংশ নেওয়ার সুযোগ পাচ্ছি স্কাইপে। অনলাইন কোর্সের মাধ্যমে এ বিষয়গুলো শেখার চেষ্টা করছি। এ ধরনের কোর্সের বিস্তার দিন দিন আরো বৃদ্ধি পাবে।’

আমাদের চাকরির বাজারে কিংবা পেশাগত ক্ষেত্রে কোর্সগুলোর প্রভাব কেমন এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক অনুষদ বিভাগের অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘অনলাইন কোর্স আসলে জানার পরিধি বাড়িয়ে দেয়। যে বিষয়গুলো সম্পর্কে সচরাচর জানার বা শেখার সুযোগ কম। তা এই কোর্সগুলোর মাধ্যমে খুবই সম্যক ধারণা পাওয়া যায়। আমাদের দেশে চাকরি বা অন্য কোনো ক্ষেত্রে এই সনদের গ্রহণযোগ্যতা এখন পর্যন্ত খুব একটা তৈরি হয়নি। তবুও শেখা তো হলো, এ-ই বা কম কী। তবে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কোর্সগুলোর গুরুত্ব আরো বৃদ্ধি পাবে।’

কোর্সসমূহ : কোর্সগুলো চার সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন মেয়াদেরও হতে পারে। সারা বিশ্বের প্রায় ৫০০ বিশ্ববিদ্যালয়ের ৪ হাজার ২০০ কোর্স রয়েছে। ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, কলা ও সংস্কৃতি, ব্যবসা ও ব্যবস্থাপনা, ওয়েব ডেভেলপমেন্ট, ফটোগ্রাফি, যোগাযোগ, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি, প্রকৌশল, ভাষা, আইন, সাহিত্য, নৈতিকতা, চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও পুষ্টি, মিউজিক, তথ্যপ্রযুক্তিসহ কত শত বিষয়ে যে কোর্স করা যায়, তার কোনো ইয়ত্তা নেই। আর এসব কোর্সে অংশ নিচ্ছেন প্রায় সাড়ে তিন কোটি শিক্ষার্থী।

কোর্সেরা : বর্তমানে ২৩ লাখ শিক্ষার্থীর অনলাইন পড়াশোনার অন্যতম মাধ্যম হলো কোর্সেরা। কোর্সের সঙ্গে সম্পর্কীয়। ২০১২ সালে প্রতিষ্ঠিত এই অনলাইনে প্রায় ৩৩ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার রয়েছে। প্রায় ১০০টি অনলাইন কোর্স রয়েছে। যে কোর্সগুলোর কনটেন্ট খুব উন্নত মানের। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো এখানে সব কোর্স অক্সফোর্ড, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা প্রতিষ্ঠানের আদলে পড়ানো হয়। তাই আপনি যদি অনলাইনে কোর্স করে সার্টিফিকেট পেতে চান, তাহলে কোর্সেরা হতে পারে আপনার জন্য উপযুক্ত। বিস্তারিত : www.coursera.org

এডেক্স : বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও এমআইটি ২০১২ সালে প্রতিষ্ঠিত করে এডেক্স। শিক্ষার জগতে সম্প্রসারণ আনতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করেছেন এই ওয়েবসাইট। প্রায় ১৪ মিলিয়ন শিক্ষার্থী এখানে নিয়মিত পড়াশোনা করছে। বিশ্বজুড়ে নিবন্ধন শিক্ষার্থীর সংখ্যা ৭০ লাখ। এরাও বিভিন্ন কোর্স অফার করে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৭০০ বিষয়ের ওপর বিনামূল্যে কোর্স করার সুযোগ রয়েছে। কোর্স শেষে আপনাকে একটি একাডেমিক সার্টিফিকেট দেওয়া হবে। নিজস্ব অ্যাপও রয়েছে। ভিডিও কনটেন্ট আর অসংখ্য কনটেন্টের মাধ্যমে এখানে পড়ানো হয়। সব নির্দেশনা পাবেন ওয়েবসাইট ও অ্যাপসে। বিস্তারিত : www.edx.org

ওপেন কোর্সওয়্যার কনসোর্টিয়াম : সারা বিশ্বে বিনেপয়সায় ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ের ওপর কোর্স প্রদান করে এমন বিশ্ববিদ্যালয় নিয়েই প্রতিষ্ঠিত হয় ওপেন কোর্সওয়্যার কনসোর্টিয়াম। বর্তমানে ২৫টি ভাষায় ৬২টি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে ওয়েবসাইটটিতে। এখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ৫ হাজার ৯১০টি অনলাইন কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে। বিস্তারিত : www.ocwconsortium.org

খান একাডেমি : ২০০৬ সালে এই অনলাইন লার্নিং অ্যাপটি প্রতিষ্ঠা করা হয়। এটি সম্পূর্ণ নন-প্রফিট এডুকেশনাল অর্গানাইজেশন। এই ওয়েবসাইটে রয়েছে প্রায় ২০ হাজার ভিডিও। আপনি খুব সহজে বিভিন্ন বিষয়ে কোর্স করতে পারবেন। বিস্তারিত : www.khanacademy.org

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads