দেশে চালু হলো গুগলের জব মার্কেট প্লেস

গুগলের 'কর্ম' অ্যাপের লোগো

সংগৃহীত ছবি

তথ্যপ্রযুক্তি

দেশে চালু হলো গুগলের জব মার্কেট প্লেস

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের জন্য ‘কর্ম’ নামে একটি অ্যাপ এনেছে গুগল। এর মাধ্যমে বাংলাদেশের চাকরির বাজারে নতুন মাত্রা যোগ হলো।

গত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে ‘কর্মে’র আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেন এই অ্যাপ তৈরির প্রকল্পের প্রধান বিকি রাসেল। সে সময় তিনি বলেন, বাংলাদেশের পড়ালেখা শেষ করার পর যুব সমাজের একটি বড় অংশই চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। তাদের অনেকেই জানে না কোথায় চাকরি, কেমন যোগ্যতা লাগবে আর কীভাবেই বা যোগাযোগ ও আবেদন করতে হবে। অন্যদিকে যারা চাকরি দেবেন তারাও তাদের প্রয়োজনের সঠিক কর্মীটি খুঁজে পেতে উদগ্রীব থাকেন। এ ছাড়া চাকরির চুক্তি, বেতন, শর্ত ও সুবিধার বিষয়গুলোও এখানে অনেক সময় অস্পষ্ট দেখা যায়। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টে রয়েছে যেখানে প্রতি বছর লাখ লাখ তরুণ চাকরির বাজারে আসছে। সেখানে অনানুষ্ঠানিক চাকরিগুলোতে অনেক কর্মী লাগছে, অনেক তরুণ চাকরি নিচ্ছে। আর এসব বিবেচনায় কর্ম শুরু।

অনুষ্ঠানে জানানো হয়, ‘মেশিন লার্নিং’ ব্যবহার করে ‘বেস্ট ম্যাচ’ মডেলিংয়ে সামঞ্জস্য রেখে চাকরিপ্রার্থীর সঙ্গে গ্রহণযোগ্য চাকরির সংযোগ করে দেবে কর্ম। এটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা উভয়ের জন্যই টু-ওয়ে রেটিং সিস্টেম। এটি ইনফরমাল চাকরির বাজারে নির্দিষ্ট কাঠামো ও মেট্রিকস তৈরি করবে।

এ ছাড়া কর্ম ইন্টারভিউ উপস্থিতি, সফল নির্বাচন, সনদ প্রদান এবং চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা সংগ্রহ, স্বয়ংক্রিয়ভাবে চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে সিভি তৈরি করে দেবে।

২০১৭ সালের শেষ দিক হতে এটি পরীক্ষামূলকভাবে চলছিল। গুগলের স্টার্টআপ তৈরির প্রকল্প এরিয়া ১২০-এর অধীনে এই অ্যাপ তৈরির কাজ হয়েছে। প্রাথমিকভাবে সেখান থেকে বিনামূল্যেই সব ধরনের সেবা মিলবে। বিকি জানান, এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি কর্মসংস্থান হয়েছে কর্মের মাধ্যমে। যেখানে এক হাজারেরও বেশি নিয়োগদাতা যুক্ত ছিলেন।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads