স্মার্ট সিটিতেই আমরা সন্তুষ্ট নই, দেশের প্রতিটি শহর ডিজিটাল হবে আমাদের প্রত্যাশা বলে মন্তব্য করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। গত বৃহস্পতিবার রাজধানী ধানমণ্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে ভিয়েতনামে অনুষ্ঠিত ‘অ্যাসেসিও স্মার্ট সিটি সামিট ২০১৮’ অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, একটি দেশের আধুনিকায়ন সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় রাজধানীতে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহর, জেলা, উপজেলা, গ্রাম এবং ইউনিয়নে আধুনিকতার ছোঁয়া লাগে। বদলে যায় দেশের সার্বিক পরিস্থিতি। তবে বর্তমান সরকার শুধু রাজধানীকেই নয়, দেশের প্রতিটি শহরকে ডিজিটাল করার জন্য নিরলস কাজ করে যাচ্ছে।
ইকরামুল হক বলেন, অ্যাসেসিও স্মার্ট সিটি সামিট ২০১৮ সম্মেলনের মেয়র’স টক সেশনে আমিও একজন প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছি। সেখানে ঢাকাসহ দেশের অন্যান্য শহরের বর্তমান অবস্থা আমি বর্ণনা করেছি। আমাদের আধুনিক যানবাহন ব্যবস্থাপনা, ডিজিটাল নাম্বার প্লেট, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি স্থাপন, সৌরবিদ্যুতের সাহায্যে স্ট্রিট লাইট, ডিজিটাল ব্যানারে শহরের সৌন্দর্য বর্ধনসহ আধুনিক অবকাঠামোর মাধ্যমে শহরের জীবন অনেক সহজ হয়েছে।
অনুষ্ঠানে অ্যাসেসিও স্মার্ট সিটি সামিটে অংশ নেওয়া ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টন বলেন, এই সামিটে আমরা আমাদের সক্ষমতাগুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরেছি। উন্নত দেশে শহরগুলোকে স্মার্ট করার জন্য যে প্রকল্পগুলো তারা হাতে নিয়েছে, সে সম্পর্কে সম্যক ধারণা অর্জন করেছি। আশা করা যায়, স্মার্ট সিটি বিনির্মাণে এই অভিজ্ঞতাগুলো কাজে দেবে।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, স্মার্ট সিটি সামিটে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। বিশেষ করে আমাদের সম্মানিত মেয়র প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করায় বাংলাদেশকে উপস্থাপন করা আমাদের জন্য সহজ হয়েছে। এ ছাড়া সাইবারজায়া মালয়েশিয়ার উদ্ভাবন ও বাণিজ্যবিষয়ক প্রধান রিচার্ড কার বাংলাদেশকে স্মার্ট সিটি প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। আমাদের প্রত্যাশা পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট সিটিগুলোর মধ্যে বাংলাদেশের শহরের নাম থাকবে।
সংবাদ সম্মেলনে বিসিএস সহসভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব মোশারফ হোসেন সুমন, কোষাধ্যক্ষ মো. জাবেদুর রহমান শাহীন, পরিচালক মো. আছাব উল্লাহ খান জুয়েল, পরিচালক মোস্তাফিজুর রহমান, বিসিএস ময়মনসিংহ শাখার চেয়ারম্যান শওকত সারোয়ার হোসেন বুলবুলসহ আইসিটি সাংবাদিক ও বিসিএসের সদস্যরা উপস্থিত ছিলেন।