দেশের বাজারে নিজেদের সর্বশেষ ফ্ল্যাগশিপ ফোন পি২০ প্রো উন্মোচন করেছে স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। গত বুধবার রাজধানীতে হুয়াওয়ের নিজস্ব এক্সপেরিয়েন্স সেন্টারে এই ফোনটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, ‘স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির সমন্বয়ে তৈরি শক্তিশালী এ হ্যান্ডসেটটির সঙ্গে গ্রামীণফোনের আকর্ষণীয় ডাটা অফার আমাদের শক্তিশালী অংশীদারিত্বের প্রমাণ। দেশব্যাপী গ্রামীণফোন নিজেদের স্টেট অব দ্য আর্ট ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করছে। অত্যাধুনিক এ ফোরজি নেটওয়ার্কের সঙ্গে হুয়াওয়ে পি২০ প্রোর ব্যবহার হবে দুর্দান্ত।’
অনুষ্ঠানে জানানো হয়, এই ফোনটিতে থাকছে তিনটি ব্যাক ক্যামেরা, যা তৈরিতে কারিগরি সহযোগিতা করেছে লাইকা। ক্যামেরা তিনটির মূল সেন্সর ৪০ মেগাপিক্সেল, সাদাকালো সেন্সরের রেজ্যুলেশন ২০ মেগাপিক্সেল আর জুম বা টেলিফটো ক্যামেরার রেজ্যুলেশন ৮ মেগাপিক্সেল। ফটোগ্রাফির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ফোনটি। সেলফি ক্যামেরা থাকছে ২৪ মেগাপিক্সেল। এছাড়া দেওয়া হয়েছে ৬ দশমিক ১ ইঞ্চি নচযুক্ত অ্যামোলেড ডিসপ্লে, কিরিন ৯৭০ অক্টাকোর প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ১২৮ গিগাবাইট স্টোরেজ, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ৮ দশমিক ১ ওরিও এবং ৪ হাজার এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি। পারফরম্যান্স, ব্যাটারি লাইফ ও ফটোগ্রাফি তিনটি ক্ষেত্রেই রয়েছে এআই সুবিধা।
১০ হাজার টাকা বুকিং মানি দিয়ে ফোনটির প্রি অর্ডার করা যাবে ৫ জুন পর্যন্ত। প্রি অর্ডার করলে ২৪ মাসের কিস্তিতেও কেনা যাবে ফোনটি। সঙ্গে গ্রামীণফোন সিম ব্যবহার করলে ৬ গিগাবাইট ফ্রি ডাটা এবং ‘প্লে উইথ সাকিব’ অফার পাবেন গ্রাহকরা। এছাড়া সাত দিন মেয়াদের ৪ জিবি ডাটা কিনতে পারবেন মাত্র ১৪৯ টাকায় এবং এটি তিন মাসে সর্বোচ্চ ৬ বার ক্রয় করা যাবে। ৫ জুন থেকে গ্রাহকরা ফোনটি হাতে পাবেন। ফোনটির দাম ধরা হয়েছে ৮২ হাজার ৯৯০ টাকা।
ডিভাইস উন্মোচন অনুষ্ঠানে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অ্যারন শি, গ্রামীণফোনের হেড অব ডিভাইস সরদার শওকত আলী এবং হুয়াওয়ে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ক্রিকেটার সাকিব আল হাসান।