বাংলাদেশের বাজারে সাড়ে ৬ ইঞ্চির নচযুক্ত ফুল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এসেছে সেলফি এক্সপার্টখ্যাত চীনা মোবাইল ফোন ব্র্যান্ড অপো। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই হ্যান্ডসেটটি উন্মোচন করা হয়। উন্মোচন অনুষ্ঠানেই হ্যান্ডসেটটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
সেলফি এক্সপার্ট সিরিজের সবশেষ সংস্করণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এই হ্যান্ডসেটটি স্মার্টফোন প্রযুক্তিতে নতুন মাত্রা নিয়ে আসবে বলে দাবি করেছে এই হ্যান্ডসেট ব্র্যান্ডটি। সুপার ফুল স্ক্রিনসহ আপগ্রেডেট মাল্টি-টাস্কিং সফটওয়্যার থাকার কারণে স্মার্টফোন ব্যবহারে গ্রাহকরা আগের চেয়ে অনেক বেশি ভালো অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, ৬.২৩ ইঞ্চি এফএইচডি ডিসপ্লের এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম পরিচালিত এই ডিভাইসটিতে থাকছে ৩ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার নন-রিমুভেবল ব্যাটারি। স্মার্টফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ধারণক্ষমতার ভ্যারিয়েন্টের দাম পড়বে ২৯ হাজার ৯৯০ টাকা, যা চলতি মাসের ২৫ তারিখ থেকে বাজারে পাওয়া যাবে। ডিভাইসটি সোলার রেড, মুনলাইট সিলভার, ডায়মন্ড রঙে বাজারজাত করা হবে।
এছাড়া খুব শিগগিরই ৩৫ হাজার ৯৯০ টাকায় ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতা সম্পন্ন এফ৭ সোলার রেড ও ডায়মন্ড রঙে পাওয়া যাবে। উন্মোচন অনুষ্ঠানে অপো সারা বিশ্বে ছড়িয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেছে। সেই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, এ বছরের শেষের দিকে অপো ইউরোপের বাজারেও প্রবেশ করতে যাচ্ছে।