কম্পিউটারে গেম খেলার বিষয়টি তরুণ প্রজন্মের কাছে বরাবরই জনপ্রিয়। গেম খেলতে যারা একটু বেশিই পছন্দ করে, তাদের আবার হাই কনফিগারেশনের গেমিং কম্পিউটার ব্যবহার করতেও দেখা যায়। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখানেও এসেছে পরিবর্তন। অনেক গেমারই এখন কম্পিউটারের পরিবর্তে বেছে নিচ্ছে গেমিং ল্যাপটপ।
দেশীয় গেমারদের চাহিদার কথা মাথায় রেখে ইতোমধ্যেই বিশ্বের নামকরা বিভিন্ন ব্র্যান্ড তাদের বিভিন্ন মডেলের গেমিং ল্যাপটপ বাজারে এনেছে। ফুল এইচডি ডিসপ্লে, সুপার অডিও কোয়ালিটিসহ অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়ে তৈরি এসব ল্যাপটপ তরুণ গেমারদের আগ্রহের তালিকায়ও সহজেই জায়গা করে নিচ্ছে।
সহজেই বহনযোগ্য এসব ল্যাপটপ ৭০ হাজার থেকে শুরু করে সাড়ে ৩ লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তবে নামকরা ব্র্যান্ডের পাশাপাশি কিছুটা কম জনপ্রিয় ব্র্যান্ডের গেমিং ল্যাপটপও পাওয়া যাচ্ছে বাজারে। তবে হাই কনফিগারেশনের গেম খেলতে গেলেই গরম হয়ে যাওয়া, স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়া, ঠিকমতো ব্যাটারি ব্যাকআপ না পাওয়াসহ নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হতে পারে কিছুটা কম পরিচিত ব্র্যান্ডের এসব গেমিং ল্যাপটপে।
দেশের বাজারে পাওয়া যাচ্ছে এমন কিছু গেমিং ল্যাপটপের খবর থাকছে আজ-
আসুস আরওজি জেফ্রাস জিএক্স৫০১ভিআই
আরওজি জেফ্রাস মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে এনেছে প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আসুস। ১৫.৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লের এই ল্যাপটপে আছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর এবং এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৮০ গ্রাফিক্স।
২৪ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম ও ১ টেরাবাইট এসএসডি ড্রাইভের এই ল্যাপটপটি অন্য যেকোনো ৪কে সমর্থিত মনিটরের সঙ্গে সংযোগ দিয়েও ব্যবহার করা যাবে। এ ছাড়া আরওজি গেমিং সেন্টার দ্বারা নির্দিষ্ট গেমসগুলো পছন্দের সেটিংস দিয়ে খেলা যাবে।
তিন লাখ ১০ হাজার টাকা দামের এই ল্যাপটপটি আসুসের রিটেইল পার্টনারদের শোরুম ছাড়াও পিকাবো ডটকম ও কিকশা ডটকম থেকে কেনা যাবে।
এইচপি ওমেন ১৭-এএন০২৩টিএক্স
এক লাখ ৯৯ হাজার টাকা দামের এইচপি ওমেন ১৭-এএন০২৩টিএক্স মডেলের এই ল্যাপটপটিতে রয়েছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর ২ দশমিক ৮ গিগাহার্জ গতির কোয়াডকোর প্রসেসর ও ১৬ গিগাবাইট ২৪০০ মেগাহার্জ গতির ডিডিআর৪ র্যাম, ১ টেরাবাইট ধারণ ক্ষমতার হার্ডডিস্ক এবং ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ।
১৭ দশমিক ৩ ইঞ্চি ফুল এইচডি এলসিডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরো আছে এনভিডিয়া জিটিএক্স ১০৫০টিআই গ্রাফিকস চিপ ও ৪ গিগাবাইট জিডিডিআর ৫ র্যাম। ল্যাপটপটির ওজন ৩.৭৮ কেজি।
আসুস আরওজি স্ট্রিক্স জিএল ৫০৩ ভিএম
পেশাদার ফার্স্ট পারসন শুটার গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা আসুস আরওজি স্ট্রিক্স জিএল ৫০৩ ভিএম মডেলের ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই৭ গেমিং প্রসেসর, ১৬ জিবি ডিডিআর ফোর র্যাম। ল্যাপটপটির ২৫৬ জিবি এসএসডির সঙ্গে থাকছে দুই টেরাবাইট হার্ডডিস্ক।
১৫.৬ ইঞ্চি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরো আছে ৬ গিগাবাইট এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ১০৬০ গ্রাফিকস যাতে থাকছে ৬ জিবি ডিডিআর ফাইভ র্যাম। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটির দাম ১ লাখ ৫৫ হাজার টাকা।
এইচপি ওমেন ১৫-সিই০৩০টিএক্স
এইচপি ওমেন ১৫ সিই ০৩০টিএক্স মডেলে এই ল্যাপটপটিতে রয়েছে ২.৮ গিগাহার্জ ইন্টেল কোর আই৭ প্রসেসর, ২৪০০ মেগাহার্জ গতির ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম। এ ছাড়া আছে ১ টেরাবাইট ধারণ ক্ষমতার ৭২০০ আরপিএম হার্ডডিস্ক এবং ১২৮ গিগাবাইট এসএসডি।
১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস১২০ এলসিডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরো আছে এনভিডিয়া জিটিএক্স ১০৫০টিআই গ্রাফিকস ও ৪ গিগাবাইট জিডিডিআর ৫ গ্রাফিকস র্যাম। দুই দশমিক ৬২ কেজির এই ল্যাপটপটির দাম পড়বে এক লাখ ৪৯ হাজার টাকা।
এসার প্রিডেটর হেলিওস ৩০০ জি৩-৫৭২-৭২আরওয়াই
তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসার দেশের বাজারে এনেছে প্রিডেটর হেলিওস ৩০০ জি৩-৫৭২-৭২আরওয়াই মডেলের গেমিং ল্যাপটপ। এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই সেভেন ৭৭০০এইচকিউ গেমিং প্রসেসর। আরো আছে ১৬ জিবি ডিডিআর ফোর র্যাম, ২৫৬ জিবি এসএসডি এবং ২ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ।
১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লের এই ল্যাপটপে আরো আছে ৬ গিগাবাইট গ্রাফিকস র্যাম সংবলিত জিটিএক্স ১০৬০ গ্রাফিকস কার্ড, ফোরসেল ব্লুটুথ কানেকটিভিটি, ব্যাকলিট কিবোর্ড। দেশের বাজারে এই ল্যাপটপটির দাম পড়বে এক লাখ ৪৭ হাজার ৫০০ টাকা।
ডেল ইন্সপায়রন ১৫-৭৫৬৭
১ লাখ ৭ হাজার টাকা মূল্যের এই ল্যাপটপে থাকছে সপ্তম প্রজন্মের ইন্টেল কোর আই সেভেন ২.৮ গিগাহার্জ প্রসেসর। ৪ গিগাবাইটের জিডিডিআর৫ ডিসক্রিট মেমোরির সঙ্গে জিফোর্স জিটিএক্স ১০৫০টিআই গ্রাফিকস কার্ড। ১৫ দশমিক ৬ ইঞ্চি এফএইচডি ডিসপ্লের এই ল্যাপটপটিতে আরো থাকছে এক টেরাবাইট হার্ড ড্রাইভ। এ ছাড়া এর ৬ সেলের শক্তিশালী ব্যাটারি একবার রিচার্জে ৮ ঘণ্টা ব্যাকআপ দেবে।
অরিজিনাল লাইসেন্সড উইন্ডোজ টেন অপারেটিং সিস্টেম পরিচালিত এই ল্যাপটপটিতে আরো আছে ডুয়েল অ্যারে ডিজিটাল মাইক্রোফোন, এইচডিএমআই ও ইউএসবি পোর্ট, নিরাপত্তা লকসহ প্রয়োজনীয় বিভিন্ন ফিচার।
ওয়ালটন ডব্লিউকে১৫৬এইচ৭বি
গেমিং ল্যাপটপের বাজার ধরতে পিছিয়ে নেই দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যেই এই ব্র্যান্ডের কেরোন্ডা সিরিজের গেমিং ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে। যার মধ্যে একটি হচ্ছে ওয়ালটন ডব্লিউকে১৫৬এইচ৭বি। ষষ্ঠ প্রজন্মের ২ দশমিক ৬ গিগাহার্জ ক্লকরেটের ইন্টেল কোর আই-৭ ৬৭০০এইচকিউ প্রসেসরের সঙ্গে গেমিং ল্যাপটপটিতে আছে ১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ৮ গিগাবাইট ডিডিআর৪ র্যাম, যা সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
ল্যাপটপটিতে আছে ১৫ দশমিক ৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এ ল্যাপটপে আরো আছে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০ এম গ্রাফিকস। ল্যাপটপটির দাম পড়বে ৭৪ হাজার ৫৫০ টাকা।