দেশের বাজারে আসুস ভিভোবুক এস৫৩০

ভিভোবুক এস৫৩০

সংগৃহীত ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি

দেশের বাজারে আসুস ভিভোবুক এস৫৩০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৫ অক্টোবর, ২০১৮

ফ্যাশন সচেতন প্রজন্মের কথা বিশেষভাবে মাথায় রেখে দেশের বাজারে আসুস ভিভোবুক এস সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এসেছে তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ভিভোবুক এস৫৩০ মডেলের এই ল্যাপটপটির উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে জেনুইন উইন্ডোজ ১০ (উইন্ডোজ হ্যালো নিরাপত্তা) সমর্থিত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।

এছাড়া এস৫৩০-এ থাকছে ইন্টেলের অষ্টম প্রজন্মের শক্তিশালী প্রসেসরসহ ২৪০০ বাস স্পিডের ৮ গিগাবাইট ডিডিআর ৪ র্যাম, যা এর ব্যবহারকারী ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। উন্নত গ্রাফিক্স পারফরম্যান্স নিশ্চিত করেতে এতে আরো থাকছে ২ গিগাবাইটের এনভিডিয়া জি-ফোর্সের এমএক্স ১৩০/এমএক্স ১৫০ গ্রাফিক্স। স্টোরেজে দেওয়া ডুয়েল স্টোরেজ ডিজাইন-১ টেরাবাইট হার্ডডিস্ক, যা সলিড স্টেট হাইব্রিড (এসএসএইচ) অথবা সলিড স্টেট ড্রাইভসহ (এসএসডি) পাওয়া যাবে।

উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি নিয়ে আসুস ভিভোবুক এস সিরিজ ল্যাপটপটি ফাস্ট চার্জ সমর্থিত, যা মাত্র ৪৯ মিনিটে ৬০ শতাংশ চার্জ করে নিতে সক্ষম। মাত্র ১.৮ কেজি ওজনের ল্যাপটপটির দাম ৪৭ হাজার টাকা থেকে শুরু। চলতি মাস থেকে সারা দেশে পাওয়া যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads