দেশের গণ্ডি পেরিয়ে মাইম অ্যাকশন

দেশের গণ্ডি পেরিয়ে মাইম অ্যাকশন

ফিচার

দেশের গণ্ডি পেরিয়ে মাইম অ্যাকশন

  • সৈয়দ মিজান
  • প্রকাশিত ৩ জুন, ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় একটি সংগঠনের নাম ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন বা ‘ডুমা’। ২০১১ সালে যাত্রা শুরু করা মূকাভিনয়ের এই সংগঠনটির সাত বছরের পথচলায় অর্জনের ঝুলিতে জমা আছে নানা পুরস্কার। সংগঠনের প্রতিষ্ঠাতা মীর লোকমানের হাত ধরে যোগ হয়েছে একের পর এক সাফল্যের মুকুট। ক্যাম্পাসের গণ্ডি থেকে দেশের মঞ্চ পেরিয়ে এবার বিদেশের মাটিতেও সমান দ্যুতি ছড়াচ্ছে সংগঠনটি। ইতোমধ্যেই দুটি আন্তর্জাতিক মূকাভিনয় উৎসবেরও আয়োজন করেছেন তারা। নিজেরাও অংশ নিয়েছেন বেশ কয়েকটিতে। আগামী জুলাই মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইয়ুথ আর্ট ফেস্টিভালে আমন্ত্রণ পেয়েছে ‘ডুমা’। সারা বিশ্বের তরুণদের নিয়ে আয়োজিত সবচেয়ে বড় এ উৎসবটিতে প্রতিবছর ২৫ হাজারের বেশি তরুণ অংশ নিয়ে থাকে। এ বছর এই বিশ্ব আসরে মূকাভিনয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন। ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত চলা উৎসবে ১০ জুলাই  ‘লাফিং গ্যাস’ শিরোনামে ৪৫ মিনিটব্যাপী মাইম পরিবেশন করবে তারা।

এ সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা মীর লোকমান বলেন, ‘এই উৎসবে অংশ নিতে পারাটা বিশাল এক প্রাপ্তি। এর আগে অনেক দেশের বড় বড় উৎসবে অংশগ্রহণ করেছি আমরা। সেগুলোতে দশ-পনেরোটির বেশি দেশ থাকত না। সারা বিশ্বের প্রায় সব দেশ নিয়ে আয়োজিত কোনো উৎসবে এটিই আমাদের প্রথম অংশগ্রহণ। চেষ্টা থাকবে বরাবরের মতোই দেশের জন্য ভালো কিছু বয়ে আনার।’

ছোটবেলায় কোনো একটা অনুষ্ঠানে মূকাভিনয় দেখে এর প্রেমে পড়েছিলেন লোকমান। তারপর শুরু হলো শেখার যুদ্ধ। জানতেনও না কোথায় কীভাবে শিখতে হবে। নিজে নিজেই শুরু করলেন চর্চা। স্কুল-কলেজের জন্য মাইম করে বয়ে এনেছিলেন গৌরব। পরিবার আর বন্ধুদের উৎসাহে আরো জোর প্রেরণায় চালিয়ে গেলেন চর্চা। বিশ্ববিদ্যালয় জীবনে এসে শুরু সত্যিকার মূকাভিনয়ের সঙ্গে পথচলা। প্রাণের তাগিদেই গড়ে তুললেন এই ‘ডুমা’। মূকাভিনয়ের বদৌলতেই তার সুযোগ হয়েছে নিজের দেশের প্রতিনিধিত্ব করার। ২০১৭ সালে দুই সদস্যের একটি দল অংশ নেয় আর্মেনিয়ার মূকাভিনয় উৎসবে। সেখানে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মীর লোকমান। এর আগে ভারতেও মূকাভিনয় করে বয়ে এনেছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্তমানে জনপ্রিয় সংগঠনের একটি মাইম অ্যাকশন। মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা স্বপ্ন দেখছেন- একদিন মূকাভিনয় হবে বাংলাদেশের গর্বের বিষয়। সারা বিশ্ব একদিন বাংলাদেশকে নতুন করে চিনবে। এজন্য মূকাভিনয় আন্দোলনকে ছড়িয়ে দিতে চান সারা দেশে। সেই লক্ষ্যেই নিরলস কাজ করে যাচ্ছেন লোকমান। সরকারের সদিচ্ছা থাকলে এই কাজ ত্বরান্বিত হবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads