মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের দুর্নীতিবাজ হিসেবে অভিহিত ১৩ শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে

ছবি: সংগৃহীত

শিক্ষা

দুর্নীতিবাজ ১৩ শিক্ষা কর্মকর্তার বদলি, বহাল তবিয়তে জাহাঙ্গীর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জুলাই, ২০১৮

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের দুর্নীতিবাজ হিসেবে অভিহিত ১৩ শিক্ষা কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের বলা হয়েছে, আগামী ২৪ জুলাইয়ের মধ্যে বদলির নতুন জায়গায় যোগদান করতে। নতুবা হতে হবে স্ট্যান্ডরিলিজ।

গত মার্চে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রশাসনের কলেজ শাখার ২৯ দুর্নীতিবাজ কর্মকর্তাকে বদলি করেছিল। কিন্তু তদবির করে বেশ কয়েকজন স্বপদেই থেকে গিয়েছিলেন। সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে, গতকাল বদলি হওয়া মাধ্যমিক প্রশাসনের এসব কর্মকর্তা কি নতুন জায়গায় যোগ দেবেন না তদবিরের মাধ্যমে স্বপদেই থেকে যাবেন?

তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বেশ কয়েকজন দুর্নীতিবাজ কর্মকর্তাদের বদলি করা হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিলেট অঞ্চলের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম স্বপদেই থেকে গেছেন। অথচ তার বদলি হওয়ার কথা ছিল। কেন তার বদলি হয়নি তা নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তারা কোনো সদুত্তর দিতে পারেননি।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে ঢাকা অঞ্চলের উপপরিচালক গৌর চন্দ্র মণ্ডলকে ঢাকার তেজগাঁও শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। তিনি এমপিওভুক্তি নিয়ে শিক্ষকদের ভুগিয়েছেন বলে মন্ত্রণালয়ে অভিযোগ রয়েছে। গৌর মণ্ডলের জায়গায় ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক সাখায়েত হোসেন বিশ্বাসকে ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক করা হয়েছে। দীর্ঘদিন ধরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখায় সহকারী পরিচালকের পদে থাকা দুর্নীতিবাজ হিসেবে স্বীকৃত সাখাওয়াতকে ঢাকা অঞ্চলের উপপরিচালক পদে পদায়ন করে তাকে পুরস্কার দেওয়া হয়েছে বলে মন্তব্য রয়েছে। সাখাওয়াতের জায়গায় যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম টুকুকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক করা হয়েছে। একইভাবে গৌর মণ্ডলকে ঢাকায় পদায়ন করে দুর্নীতি ও অভ্যবতার স্বীকৃতি দেওয়া হয়েছে।

বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমানকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে, ঝিনাইদহের জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোকছেদুল ইসলামকে বরিশাল অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক একেএম মোস্তফা কামালকে ঢাকায় আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। কিছু দিন আগে মোস্তফা কামালকে দুদক তলব করেছিল। রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরীকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে এবং রাজশাহী পিএন গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক তৌহিদ আরাকে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক পদে বদলি করা হয়েছে।

একই আদেশে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপতরের উপপরিচালক মোস্তফা হাবিবকে বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক পদে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার বদলির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হচ্ছিল। বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক পদে পদায়ন দিয়ে মোস্তাককে পুরস্কৃত করা হয়েছে। বগুড়া জেলা স্কুলের প্রধান শিক্ষক আবু নুর মোহাম্মদ আনিসুল ইসলামকে ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক, ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. আখতারুজ্জামানকে রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের উপপরিচালক করা হয়েছে। এ ছাড়া আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তারকে ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুলের প্রধান শিক্ষক এবং নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা এএসএম আবদুল খালেককে যশোর জেলা শিক্ষা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads