নেত্রকোনার দুর্গাপুর পৌরসভাস্থ চকলেঙ্গুরা এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন উদ্ভোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুর্গাপুর, কলমাকান্দা, মদনসহ দেশের বিভিন্ন জেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন আনুষ্ঠানিভাবে উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
২০১২ সালের ১১ মার্চ তৎকালীন স্থানীয় সংসদ মোশতাক আহমেদ রুহি দুর্গাপুর পৌরসভাস্থ চকলেঙ্গরা এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসের ভিত্তি স্থাপন করেছিলেন।