ভোলায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

জাতীয় যুব দিবস উপলক্ষে ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে এক বর্নাঢ্য র‌্যালী করা হয়

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ভোলায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

  • ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত ১ নভেম্বর, ২০১৮

“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ভোলায় যুব রেড ক্রিসেন্টর আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস- ২০১৮।

দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট এর আয়োজনে ভোলা জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে ভোলা প্রেস ক্লাব প্রঙ্গনে গিয়ে শেষ হয়। পরে দিবসটি শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আদিল হোসেন তপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রটারী মো: অজিজুল ইসলাম।

গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এলজিসি প্রকল্পের জেলা সমন্ময়কারী আবদুস সালাম, ভোলা জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি শিমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক সাংবাদিক হাসিবুর রহমান।

এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার তরিকুল ইসলাম, তথ্য ও জনসংযোগ বিভাগের প্রধান ফাহিম খন্দকার, মাইনুল এহসান, মো: নোমান সহ আরো অনেকে। পরে রক্ত দেয়ার অসামান্য অবদান রাখার জন্য যুব রেড ক্রিসেন্ট এর সক্রিয় সেচ্ছাসেবক এম মইনুল এহসানকে যুব রেড ক্রিসেন্ট এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। এছাড়াও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারুন্য জীবনের শ্রেষ্ঠ সময়। একটা জাতির তরুন সমাজের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয় জাতির আশা স্বপ্ন কিংবা ভবিষৎ। তারুন্যের শক্তি একটি সমাজ বা রাষ্ট্রের বড় হাতিয়ার। তারুন্যর শক্তিকে কাজে লাগিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে তরুনদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads