দুর্গাপুরে প্রচার প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

উপজেলা পরিষদ নির্বাচন

দুর্গাপুরে প্রচার প্রচারণার শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০১৯

নেত্রকোনা দুর্গাপুরে আগামী ১০ মার্চের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনে মহাব্যস্ততায় সময় পার করেছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রাথীরা। নির্বাচন কমিশন নিধারিত প্রচার প্রচারণার সময়সীমা শেষ হয় গতকাল শুত্রুবার রাত ৮ টায়। এর আগে ১৯ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় নেমে পরেন সব প্রার্থীরা। ১৮ দিনে এই প্রচার প্রচারণায় অনেকেই ভোটাদের মনে জয় করে ফেলেছে ইতিমধ্যেই।

তবে শেষ সময়ে এসেছে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে আসা আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এমদাদুল হক খাঁন প্রচারণায় দ্বিগুণ মাত্রা লক্ষ্য করা গেচ্ছে। শুরুতে প্রচারণায় তেমন একটা দেখা না গেলেও শেষের কয়েক দিন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা তার পক্ষে প্রচারণা চলাতে দেখা গেচ্ছে। এদিকে প্রচারণায় নতুন মাত্রা যোগ করেন তিনবারের স্থানীয় সাংসদ মরহুম জালাল উদ্দিন তালুকদারের পুত্র শাহ্ কুতুব তালুকদার রয়েল। নৌকার পক্ষে প্রচারণা চালাতে গতকাল শুত্রুবার সকাল ১১ টায় ঢাকা থেকে হেলিকপ্টারে করে এলাকায় আসেন তিনি।

এছাড়াও শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার বিরিশিরি ইউনিয়নের চৈতালী গ্রামে প্রচারণায় চালায়। এই সময় একটি উঠান বৈঠকেও অংশগ্রহন করেন তিনি। স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান, কামাল পাশা, সাইদুল হোসেন আকঞ্জি ও আব্দুল গনিও উপজেলার বিভিন্ন স্থানে শেষ বারের মত ভোটদের কাছে ভোট চায় তারা।

ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি পৌর শহরের বিভিন্ন প্রচারণায় চালায় ও ভোটের দ্বারে দ্বারে গিয়ে তাদের বিভিন্ন সমস্যা কথা শুনেন এবং নির্বাচনে বিজয়ী হলে তা সমাধানের আশ্বাস দেন। ফাহমী আহমেদ শিপার ভুঁইয়া সোমেশ্বরী নদীতে কর্মরত শ্রমিকদের মাঝে প্রচারণায় চালায়, সিরাজুল ইসলাম সিরাজ , মো: হাবিবুর রহমান, আব্দুল কাইয়ম খানকেও প্রচারণার শেষ দিনে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণায় দেখা যায়।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরাও শেষ দিনে ছিলো সরগরম। বাড়ি গিয়ে ভোটাদের কাছে ভোট চেয়েছেন পারভীন আক্তার, নুর নাহান ও তহুরা বেগমরাও।

ভোটারা বলেন, র্দীঘদিনের এই প্রচার প্রচারনায় উপজেলা কোথাও কোনা বিশৃংখলা আমাদের চোখে পরেনি । আমরা চাই এমন পরিবেশ ভোটের দিনেও যাতে বিরাজ থাকে। যাতে আমরা যার যার ভোট যাকে সুখি তাকে দিতে পারি।

দুর্গাপুর থানা ওসি মো. মিজানুর রহমান বলেন, সম্পূর্ণ শান্তি পূণ্য ভাবে উপজেলার সর্বত্র নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে। আমরা সবসময় তৎপর রয়েছি যাতে কোথা কোনো বিশৃংখলা সৃষ্টি হতে না পারে। তাছাড়া যেকোনা প্ররিশ্রুতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads