দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে নিখোঁজ প্রতিবন্ধী যুবক আসাদুল হককে (২২) উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। আসাদুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার সফুরা শালবাগান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।
আসাদুলের বাবা আব্দুল কুদ্দুস জানান, আসাদুল গত বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে বের হয়ে না ফেরায় সম্ভব্য স্থানে খোঁজাঝুজি করা হয়। না পেয়ে ওইদিনই চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর মধ্যে আসাদুলের পকেটে থাকা মোবাইল ফোন নম্বারে হিলি থেকে এক ব্যক্তি ফোন করলে আমরা হিলিতে এসে হাকিমপুর থানায় বিষয়টি অবহিত করি।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত ৭ মার্চ আসাদুল হক বাড়ী থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে তার বাবা আব্দুল কুদ্দুস চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি করেন। বিষয়টি শুক্রবার আসাদুলের বাবা হাকিমপুর থানায় জানায়।
শনিবার ভোরে এলাকাবাসীর সহযোগিতায় আসাদুল হককে হিলি সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে তার বাবা আব্দুল কুদ্দুসের কাছে হস্তান্তর করা হয়।