দিনাজপুরে সংঘর্ষের পর বাস-ট্রাকে আগুন, নিহত ২

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর আগুন লেগে যায়

সংগৃহীত ছবি

দুর্ঘটনা

দিনাজপুরে সংঘর্ষের পর বাস-ট্রাকে আগুন, নিহত ২

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অগাস্ট, ২০১৮

দিনাজপুরের কাহারোলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। বৃহস্পতিবার রাত ১০টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পীরেরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।

কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমীন জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী নৈশকোচ কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং একটি বিপরীতমুখী ট্রাক (যশোর-ড-১১-৪১৩২) কাহারোল উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের মুকুন্দপুর ইউনিয়নের বটতলা মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নৈশকোচ ও ট্রাকে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান বাস ও ট্রাকের চালক।

সংবাদ পেয়ে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দিনাজপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, তারা গাড়ির ভেতর থেকে দুই চালকের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads