দল দেখে আদেশ দিই না : প্রধান বিচারপতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

দল দেখে আদেশ দিই না : প্রধান বিচারপতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ মে, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বহালের রায়ের সংক্ষিপ্ত আদেশ চেয়ে তার আইনজীবীদের আপিল নাকচ করেছেন আপিল বিভাগ। দুই মাস আগে হাই কোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বুধবার এই রায় দেয়।

শুনানির একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা দলবল দেখে আদেশ দিই না।’

কারাগারে থাকা খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। রায়ের পর খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতকে বলেন, জামিননামা দাখিল করতে চাই। রায়ের সংক্ষিপ্ত আদেশ চাচ্ছি। আদালত যে রায় ঘোষণা করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও থাকবে। রায়ের সংক্ষিপ্ত আদেশের কপি দিন। তার এমন প্রার্থনার পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, রায় ঘোষণার পর সংক্ষিপ্ত আদেশের কপি দেওয়ার নজির নেই।

খালেদা জিয়ার আইনজীবী বলেন, রায় হয়ে যাওয়ার পর এক মুহূর্তও কাউকে আটকে রাখা হলে তা হবে বেআইনি আটক। এ জন্য সংক্ষিপ্ত আদেশ চাচ্ছি। খালেদা জিয়ার আইনজীবী বলেন, আপনি যা বলেছেন, তা আমাদের রুলসে নেই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads