তৃতীয় দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

তৃতীয় দিনেও কমলাপুরে ট্রেনের আগাম টিকিট বিক্রির ভিড়

সংগৃহীত ছবি

যোগাযোগ

তৃতীয় দিনেও কমলাপুরে উপচে পড়া ভিড়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০১৮

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনেও দেখা গেছে উপচে পড়া ভিড়। শুক্রবার বিক্রি করা হচ্ছে ১৯ আগস্টের টিকিট। সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হলেও টিকিটের জন্য লোকজন আগের রাত থেকেই কাউন্টারে ভিড় জমান।

সরেজমিনে দেখা যায়, ৯-১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অনেকেই টিকিট পেয়েছেন। আবার কেউ ফিরেছেন শূন্য হাতে। নারী যাত্রীদের লাইনও ছিল দীর্ঘ।

নীলসাগর ট্রেনের টিকিট পেতে গত রাত থেকে স্টেশনে অপেক্ষা করছেন শফিকুল আলম। তিনি বলেন, সড়কপথের যানজট এড়াতে ট্রেনের টিকিট কাটতে এসেছি। রাত এখানেই কাটিয়েছি। তবুও লাইন শেষ হচ্ছে না। শেষ পর্যন্ত টিকিট পাবো কিনা সে নিশ্চয়তাও নেই।

কমলাপুর স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, রেলওয়ে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রী বহন করে। তবে ঈদুল আজহার সময় প্রতিদিন ৩ লাখ যাত্রী ভ্রমণ করতে পারবেন। যে কোনো ধরনের ঝামেলা এড়াতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন।

রেল সূত্রে জানায়, এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ দেয়া হচ্ছে কাউন্টার থেকে। বাকি ৩৫ শতাংশের ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি ছাড়াও রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads