বেশ কয়েক মাস ধরেই কমছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক। তবে এবার এ তালিকায় নাম লেখাল রবি এবং বাংলালিংক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশিত মোবাইল গ্রাহক সংক্রান্ত সর্বশেষ তথ্য থেকে দেখা গেছে, মে মাস শেষে রবির সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫০ লাখ ২৯ হাজারে, যা এক মাস আগে ছিল ৪ কোটি ৫২ লাখ ৫৮ হাজার। অর্থাৎ মাত্র এক মাসেই প্রায় ২ লাখ ২৯ হাজার সংযোগ বন্ধ হয়েছে অপারেটরটির।
গ্রাহকসংখ্যার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা বাংলালিংকের এক মাসে বন্ধ হয়েছে ৫৭ হাজার সংযোগ। বর্তমানে অপারেটরটির সংযোগ রয়েছে ৩ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার।
বিগত কয়েক মাসের মতো মে মাসেও কমেছে টেলিটকের সংযোগ। এপ্রিলের তুলনায় ১২ হাজার সংযোগ কমে মে মাস শেষে অপারেটরটির কার্যকর সংযোগ সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫৭ হাজারে।
গ্রাহকসংখ্যার দিক থেকে শীর্ষে থাকা গ্রামীণফোনের বর্তমান কার্যকর সংযোগ রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার। এপ্রিল মাসের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৬ লাখ ৮৬ হাজার।
বিটিআরসির তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের তুলনায় ৩ লাখ ৮৯ হাজার সংযোগ বেড়েছে মে মাসে। সব মিলিয়ে এখন মোবাইল সংযোগের সংখ্যা ১৫ কোটি ৭ লাখ ২৭ হাজার।
এদিকে মোবাইল সংযোগের পাশাপাশি বেড়েছে ইন্টারনেট গ্রাহকও। বর্তমানে দেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৫৯ লাখ ১৮ হাজার। মে মাসে মোট ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছে ৯ লাখ ৫৪ হাজার। এর মধ্যে মোবাইল সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৯ লাখ ৫৬ হাজার। অল্প পরিমাণে বেড়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও।