তালায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তালায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

  • তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ ডিসেম্বর, ২০১৮

“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় ২৭তম আন্তর্জাতিক ও ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকালে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় তালার ২টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রতিক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এবং উপজেলা প্রতিবন্ধী বিদ্যালয় অংশ গ্রহন করেন। দিবসটি পালনে একই স্থানে র‌্যালী ও আলোচনা সভা করে দায়সারা ভাবে পালিত হয়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তৌফিক ইমরানের বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, প্রতিক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় এর সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এসময় প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads