নিদাহাস টুর্নামেন্টের ফাইনালে হাঁটুর চোট নিয়েই খেলেছিলেন। পরে তা বেশি আকারে দেখা যায় পাকিস্তান সুপার লিগে। এরপর আর ঝুঁকি নেননি। তামিম ইকবাল চলে যান ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়ায়। দীর্ঘদিন রিহ্যাবে থাকার পর গতকাল প্রথমবারের মতো ব্যাট হাতে প্র্যাকটিস করেছেন দেশসেরা এই ওপেনার।
মিরপুরের একাডেমি মাঠে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেন তামিম। যদিও বৃষ্টির কারণে লম্বা সময়ে নিজেকে ঝালাই করতে পারেননি। নেটে তামিমকে বল করেন লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন, পেসার শাহাদাত হোসেন রাজিব ও ইসলামুল আহসান আবির।
এখন থেকে নিয়মিত অনুশীলন করবেন বলে জানিয়েছেন তামিম, ‘প্রায় এক মাস পর আজ (গতকাল) ব্যাটিং করছি। কাল (আজ) থেকে রানিং শুরু করব। ব্যাটিংও করব।’