স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ফাইল ফটো

বাংলাদেশ

তনুর হত্যা মামলা

তদন্ত রিপোর্ট শিগগিরই আলোর মুখ দেখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ মে, ২০১৮

কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার মামলার তদন্ত রিপোর্ট শিগগিরই আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মামলাটি বর্তমানে উচ্চতর পর্যায়ে তদন্তাধীন রয়েছে বলেও জানান তিনি ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল-২০১৮ (আইসিএসকিউসিসি-২০১৮) সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ ২০১৬ সালের ২০ মার্চ রাতে তনুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলার তদন্ত এখনো চলছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘টেকসই উন্নয়ন স্লোগানটি এখন বিশ্বব্যাপী আলোচিত। আমরা শান্তিপূর্ণ ও সুশিক্ষিত জাতি গড়ে তুলতে চাই। তা না করতে পারলে আগামী দিনে দেশের উন্নয়ন হবে না। সে কারণে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী দিনে আমরা সুন্দর ও নিরাপদ বিশ্ব দেখতে চাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য ইউসুফ এম ইসলাম, ওয়ার্ল্ড কাউন্সিল ফর টোটাল কোয়ালিটি অ্যান্ড এক্সেলেন্স ইন এডুকেশন এর মহাপরিচালক ডেভিড কলিংউড হুচিন প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads