তথ্য প্রযুক্তিতে শিশুরাও উপকৃত হচ্ছে : দীপু মনি

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করছেন ডা. দিপু মনি

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

তথ্য প্রযুক্তিতে শিশুরাও উপকৃত হচ্ছে : দীপু মনি

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ৩০ জুলাই, ২০১৮

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপি বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশুরাও এখন সব কিছু জানতে পারছে। তাদেরকে যদি বিশে^র সব চাইতে নাম করা খেলায়োড়দের নাম জিজ্ঞেস করা হয়, তারা খুব সহজেই বলতে পারছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বছরের শুরুতে নতুন বই হাতে পাচ্ছে। এটা বর্তমান সরকারের একটি বড় সাফল্য। তাই খেলাধুলার মাধ্যমে শিশুদের মন ও শরীল সুস্থ্য রেখে তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার দুপুরে বাবুরহাট কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ কালে এ সব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা। বঙ্গবন্ধু ফুটবলে বাবুরহাট সপ্রাবি ৫-৩ গোলে সফরমালি সপ্রাবি কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অপরদিকে বঙ্গমাতা ফুটবলে কল্যানদি সপাবি ৫-৩ গোলে পশ্চিম সকদী সপ্রা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অনুষ্ঠানে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads