তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) বেগম জুয়েনা আজিজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে ২০১৬ সালের ১১ ডিসেম্বর জুয়েনা আজিজকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
অন্যদিকে একই প্রজ্ঞাপনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরীকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।