প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি

তথ্যপ্রযুক্তি খাতে অসংখ্য চাকরির সুযোগ : জয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০১৮

অসংখ্য চাকরি নিয়ে তথ্যপ্রযুক্তি (আইটি) খাত অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার রাজধানীর একটি হোটেলে দুদিনব্যাপী বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সজীব ওয়াজেদ জয়। ‍ ‍

তিনি বলেন, বাংলাদেশ সরকারের বিসিএসের মাধ্যমে প্রতি বছর তিন থেকে চার হাজার মানুষকে চাকরি দেয় কিন্তু এটা সংখ্যায় অনেক কম।আমরা তথ্যপ্রযুক্তি খাতে এর চেয়ে বেশি চাকরি দিবো।

মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য ডিজিটাল আইন করা হয়নি, বরং দেশের সংখ্যালঘুদের রক্ষাসহ বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতেই এ আইন করা হয়েছে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

অনুষ্ঠানে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মৌলবাদী শক্তিকে উসকে দেওয়া কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রসঙ্গ টেনে সজীব ওয়াজেদ বলেন, ‘স্বাধীন মত প্রকাশ বন্ধ করার জন্য নয়, বরং সংখ্যালঘুদের রক্ষা এবং বিভ্রান্তি ছড়ানো বন্ধের জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘যদি কোনো বক্তব্য সহিংসতা সৃষ্টি করে, বিশেষ করে সংখ্যালঘুদের ক্ষেত্রে, তাহলে ওই বক্তব্যকে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় না।’

তৃতীয়বারের মতো আয়োজিত দুদিনব্যাপী বিপিও সম্মেলনে কর্মশালাসহ ১১টি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দেশি-বিদেশি শতাধিক বক্তা অংশ নেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads