ঢাকা অভিমুখী বিমানের জরুরি অবতরণ জেদ্দায়

সৌদি এয়ারলাইনসের সৌদিয়া

সংরক্ষিত ছবি

মধ্যপ্রাচ্য

ঢাকা অভিমুখী বিমানের জরুরি অবতরণ জেদ্দায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৩ মে, ২০১৮

মদিনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সৌদি এয়ারলাইনসের (সৌদিয়া) একটি ফ্লাইট জেদ্দা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট জরুরি অবতরণ করাতে বাধ্য হন বলে এয়ারলাইনস মুখপাত্র জানিয়েছেন। বিমানটিতে ১৪১ যাত্রী ও ১০ ক্রু ছিলেন বলে সৌদি সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, মদিনা মনোয়ারা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমানটি স্থানীয় সময় গত সোমবার রাত ১০টায় জেদ্দা কিং আবদুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের সময় বিমানটির নাক মাটিতে ধাক্কা লাগলে এটির কিছুটা ক্ষতি হয়। এ সময় বিমানের সামনের দুই চাকায় আগুন লেগে যায়। এ সময় বিমানের জরুরি নির্গমন পথ দিয়ে যাত্রীদের বের করে নিয়ে আসা হয়। দ্রুত নামতে যেয়ে অন্তত ৭০ বাংলাদেশি আহত হয় বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। জরুরি চিকিৎসকদল বিমানবন্দরে আহতদের দেখভাল করেছেন। এ ছাড়া আহত চারজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে খালিজ টাইমস। যাত্রীদের মধ্যে কতজন বিদেশি ছিলেন, তা জানা যায়নি।

এয়ারলাইনসের মুখপাত্র আবদুর রহমান আল তৈয়ব জানিয়েছেন, বহুবার চেষ্টার পরও পাইলট এয়ারবাস এ৩৩০-২০০ মডেলের বিমানটির নোজ গিয়ারের সমস্যা সারাতে ব্যর্থ হয়ে বিমানটি জরুরি অবতরণ করান। হাইড্রোলিক সিস্টেমের (টিসি-ওসিএইচ) সমস্যার কারণে এমনটি হয়েছে বলেও জানিয়েছেন পাইলট।

তবে স্থানীয় সময় গত সোমবার রাত ১০টায় বিমানটি অবতরণ করার অনুমতি পাওয়া যায়। এর আগে রানওয়ে খালি না পাওয়ায় জেদ্দার আকাশে বেশ কয়েক ঘণ্টা চক্কর দেয় বিমানটি। বিমানটিতে কেন সমস্যা দেখা দিল, সে বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন এয়ারলাইনসের মুখপাত্র।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads