ঢাকায় ৭ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল করোনা

সংগৃহীত ছবি

মহানগর

ঢাকায় ৭ বছরের শিশুর প্রাণ কেড়ে নিল করোনা

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়ক ডা. শিহাব উদ্দিন।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে শিশুটি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল। ছোটবেলা থেকেই মেয়েটির কিডনির সমস্যা ছিল। ইউরিন তৈরিই হচ্ছিল না। যাদের এ ধরনের কোমর্বিডিটি আছে তাদেরই ক্ষতি হচ্ছে বেশি। এই মেয়েটির অবস্থাও খারাপ ছিল। রাতেই মারা যায় মেয়েটি।

দাফনের জন্য শনিবার সকালে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডা. শিহাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads