নিজেদের মুক্তিযোদ্ধা ভাতার টাকায় নিজ এলাকা গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়ন ফুলদী গ্রামের দেড়শ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন দুই মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান ও নাজিমউদ্দিন খান।
সহযোগিতায় এগিয়ে এসেছেন তাদের পরিবারের সদস্যরাও।
আজ শনিবার সকালে দেড়শ কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে সামাজিক দূরত্ব বজায় রেখে মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সাজ্জাদ হোসেন খান রিপন ও সোহেল হাসিম খান পৌঁছে দেন এসব খাদ্য সহায়তা।
বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন খান ও নাজিমউদ্দিন খান বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশের স্বাধীকার আন্দোলনে এগিয়ে এসেছিলাম। সেটা ছিল পাক হানাদারদের বিরুদ্ধে দেশকে রক্ষার লড়াই। কিন্তু বর্তমানে দেশে মহামারী আকার ধারণ করা করোনাভাইরাস থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। তাই করোনা থেকে দেশকে বাঁচাতে এবার আমরা শেখ হাসিনার ডাকে সারা দিলাম।
তারা আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্ব স্ব অবস্থান থেকে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তাই নিজেদের মুক্তিযোদ্ধা ভাতার টাকা এবং আমাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় সরকারের নির্দেশনা মেনে যারা ঘরে আছেন সেই কর্মহীন মানুষগুলোর খাদ্য সহায়তায় এগিয়ে এলাম।
                                
                                
                                        
                                        
                                        
                                        




