ঢাকায় ফণীর প্রভাব

প্রতীকী ছবি

আবহাওয়া

ঢাকায় ফণীর প্রভাব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩ মে, ২০১৯

রাজধানীতে ঘূর্ণিঝড় ফণীর প্রভাব শুরু হয়েছে। শুক্রবার (৩ মে) সকাল সাড়ে নয়টার দিকে ফার্মগেট, রামপুরা, বাংলামোটর, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে।

এদিকে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দেশজুড়ে ঘূর্ণিঝড় শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সন্ধ্যা থেকে খুলনা ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে। এই সময় থেকে পুরো দেশজুড়ে কম-বেশি ঘূর্ণিঝড় হবে।

আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এমন তথ্যই জানানো হয়েছে। অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা নাগাদ পুরো বাংলাদেশ ঘূর্ণিঝড়ের আওতায় থাকবে, এই সময়টা ক্রিটিক্যাল।

তিনি বলেন, উচ্চগতির বাতাস ও দমকা ঝোড়ো হাওয়ার সময় সবাইকে নিরাপদে থাকতে হবে। ঘূর্ণিঝড়টি শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে সারা রাত বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads