ড. কামালের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট

ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেছেন যুক্তফ্রন্ট নেতারা

ছবি : সংগৃহীত

রাজনীতি

ড. কামালের সঙ্গে বৈঠকে বসেছে যুক্তফ্রন্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৮

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় বৈঠকে বসেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট নেতারা।

আজ মঙ্গলবার রাত ৮টায় বেইলি রোডে ড. কামাল হোসেনের বাসায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকে আরও উপস্থিত রয়েছেন জেএসডি সভাপতি অা স ম আবদুল রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের অাহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্প ধারা মহাসচিব মেজর অব. মান্নান প্রমুখ।

এর আগে মঙ্গলবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যুক্তফ্রন্টের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জেএসডি সহ-সভাপতি তানিয়া রব, বিকল্প ধারা যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরী, নাগরিক ঐক্য নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads