ডেসটিনির লগো

সংরক্ষিত ছবি

বাংলাদেশ

ডেসটিনি বিলোপের বিষয়ে আদেশ আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে, ২০১৮

কার্যক্রম বন্ধ থাকা ডেসটিনি ২০০০ লিমিটেড বিলোপ বা অবসায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে জারি করা হাইকোর্টের রুলের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে গতকাল রোববার আপিল বিভাগে। আজ সোমবার আদেশের দিন ধার্য করা হয়েছে।

আদালতে ডেসনিটির পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ। যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পক্ষে ছিলেন একেএম বদরুদ্দোজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

ডেসটিনির পরিচালক ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ তাদের কোম্পানির বার্ষিক সভা বিলম্বের মার্জনা চেয়ে হাইকোর্টে প্রতিকার চাইলে জয়েন্ট কোম্পানির বিরোধিতায় শেষ পর্যন্ত আদালত প্রতিষ্ঠানটি অবসায়নে গত ১৫ মে রুল নিশি জারি করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads