মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অর্থনৈতিক জোট ডি-৮ (অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন) এর আগামী সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ হবে বলে আশা প্রকাশ করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল। রোববার বিকালে সচিবালয়ে জোটের মহাসচিব দাতোকু জাফর কুসারির সঙ্গে বৈঠককালে তিনি এ আশা ব্যক্ত করেন।
বৈঠকে জোটের মহাসচিব কুসারি বলেন, ‘সদস্য দেশগুলো বিনিয়োগ, বাণিজ্য, যোগাযোগ ও পর্যটনের ক্ষেত্রে একযোগে কাজ করে সংস্থাটিকে একটি শক্তিশালী অর্থনৈতিক জোটে পরিণত করতে পারে। কেননা, এসব রাষ্ট্রে ১২০ কোটি মানুষের বসবাস। সম্মিলিত জিডিপি ৩ দশমিক ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার।’
এ সময় মহাসচিব আগামী ১৫-১৮ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য সদস্য রাষ্ট্রগুলোর পর্যটনমন্ত্রীদের সম্মেলনে আমন্ত্রণ জানালে শাহজাহান কামাল তা গ্রহণ করেন। মন্ত্রী বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো রিলিজিয়াস ট্যুরিজম ও হালাল ট্যুরিজমকে প্রমোট করতে কার্যকর ভূমিকা রাখতে পারে।’ বৈঠকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক এবং মন্ত্রীর একান্ত সচিব মফিজুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।
বাংলাদেশসহ উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭ সালে গঠিত হয় ডি-৮। জোটের বাকি দেশগুলো হলো মিসর, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, পাকিস্তান ও তুরস্ক।