ছবি : সংগৃহীত

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল পেমেন্ট জোরদার করতে মাস্টারকার্ডের নতুন অফার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০১৮

ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে ‘লন্ডন কলিং উইথ মাস্টারকার্ড’ নামে নতুন একটি অফার ঘোষণা করেছে মাস্টারকার্ড। এই ক্যাম্পেইনের সঙ্গে থাকছে লাইফস্টাইল এবং ই-কমার্স অফার। অফারের আওতায় আগামী ঈদুল ফিতর ও রমজানে প্রতিদিনের খরচের বিপরীতে একাধিক পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। এ ছাড়া ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ হিসেবে বিজয়ী দু’জন বিনা খরচে লন্ডনে চার রাত ও পাঁচ দিন থাকার সুযোগ পাবেন। এর বাইরে থাকছে আরো বিভিন্ন পুরস্কার।

১ মে থেকে শুরু হয়ে এ অফারটি চলবে ৩০ জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে মাস্টারকার্ড ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ব্যবহার করে কার্ডহোল্ডার এক হাজার টাকার রিটেইল ট্রানজেকশনে দুই পয়েন্ট পাবেন। এ ছাড়া ই-কমার্স ট্রানজেকশন এবং ডেবিট কার্ড ও প্রি-পেইড কার্ড ব্যবহার করে ৩ পয়েন্ট পাবেন ক্রেতারা। নির্দিষ্ট সময় শেষে সর্বাধিক পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হবে।

এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ইস্টার্ন ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং লঙ্কাবাংলা ফিন্যান্সের কার্ড ব্যবহার করে এ ক্যাম্পেইনের আওতায় পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। বিজ্ঞপ্তি

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads